AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West bengal BJP state president: BJP-তে শুরু হয়ে গেল শমীক যুগ!

West bengal BJP state president:সূত্রের খবর, আর কেউ মনোনয়ন জমা দেবেন না। তাই, সর্বসম্মতিক্রমে শমীককেই সিলমোহর কেন্দ্রীয় বিজেপির। মঙ্গলবার বাংলা বাদে আরও আটটি রাজ্যে সভাপতি নির্বাচিত হয়েছে। সেখানে মধ্যপ্রদেশের নতুন বিজেপি রাজ্য সভাপতি হেমন্ত খান্ডেলওয়ালও একাই মনোনয়ন জমা দিয়েছিলেন। পরবর্তীতে সেই রাজ্যের দলের দায়িত্ব পান তিনি।

West bengal BJP state president: BJP-তে শুরু হয়ে গেল শমীক যুগ!
শমীক ভট্টাচার্য, রাজ্য সভার সাংসদImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jul 02, 2025 | 3:23 PM
Share

কলকাতা: বঙ্গ বিজেপি-র ব্যাটন কি এবার যাচ্ছে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের কাছে? ইতিমধ্যেই সভাপতির নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি। সূত্রের খবর, আর কেউ মনোনয়ন জমা দেবেন না। তাই, সর্বসম্মতিক্রমে শমীককেই সিলমোহর কেন্দ্রীয় বিজেপির। মঙ্গলবার বাংলা বাদে আরও আটটি রাজ্যে সভাপতি নির্বাচিত হয়েছে। সেখানে মধ্যপ্রদেশের নতুন বিজেপি রাজ্য সভাপতি হেমন্ত খান্ডেলওয়ালও একাই মনোনয়ন জমা দিয়েছিলেন। পরবর্তীতে সেই রাজ্যের দলের দায়িত্ব পান তিনি। এর থেকে বোঝাই যাচ্ছে, বাংলার ক্ষেত্রেও শমীক ছাড়া আর যদি কেউ মনোনয়ন জমা না দেন, তাহলে সুকান্তর পরবর্তী রাজ্য সভাপতি হচ্ছেন তিনি। অর্থাৎ দিলীপ, সুকান্তর পর এবার বিজেপি-তে শুরু হতে চলেছে শমীক যুগ।

আজ মনোনয়ন জমা দেওয়ার পর শমীক সাংবাদিকদের বলেন, “আমি আজ মনোনয়ন পত্র জমা দিলাম সভাপতির পদের জন্য। ব্যাকড্রপের নিচে থাকি। সব সময় ব্যাকড্রপের উচ্চতা আমার থেকে বেশি থাকে।”

বুধবার সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন পর্ব চলবে দুপুর দু’টো থেকে বিকাল চারটে পর্যন্ত। স্ক্রুটিনি বিকেল চারটা থেকে পাঁচটা। প্রত্যাহার করা যাবে পাঁচটা থেকে ছ’টা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার পর সন্ধে ছটায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ। সূত্র মারফত জানা যাচ্ছে আর কেউ নমিনেশন জমা দেবেন না, তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আজ সন্ধে নাগাদ পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে নাম উঠে আসবে শমীকের।