কলকাতা: সন্দেশখালি যাওয়ার পথে আটকে দেওয়া হল বিজেপি প্রতিনিধিদের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন সন্দেশখালির পথে রওনা দেয় বিজেপি বিধায়কদের একটি দল। এদিকে ৬০ কিলোমিটার আগেই তাঁদের আটকে দেওয়া হয় বলে অভিযোগ করেন শুভেন্দু। বাসন্তী এক্সপ্রেসওয়েতে তাঁদের বাস আটকায় পুলিশ। বাসে বসেই শুভেন্দু অধিকারী বলেন, “বসিরহাটের এসপি একটি চিঠিতে লিখেছেন শুভেন্দু অধিকারী আসছেন ভায়োলেন্স করতে। আমি তো এটা নিয়ে নির্বাচন কমিশনে যাব। একজন এসপি বিরোধী দলনেতা সম্পর্কে এ কথা বলছেন।”
সোমবার দুপুর সাড়ে ১২টার কিছু পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়করা বিধানসভা থেকে একটি বাসে সন্দেশখালির দিকে রওনা দেন। কিন্তু মাঝ রাস্তায় আটকে দেওয়া হয় তাঁদের। অন্তত ৫ জন আইপিএস অফিসার ও বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় সেখানে।
দুপুর ১টা ১০ থেকে বাসেই বসেছিলেন শুভেন্দু অধিকারীরা। বিজেপির লিগাল সেলের তরুণজ্যোতি তিওয়ারি ডিসির সঙ্গে কথা বলেন। জানতে চান, কেন আটকানো হচ্ছে। সেখানে পুলিশের পক্ষ থেকে এসপি বসিরহাটের দেওয়া একটি চিঠি দেখানো হয়। বলা হয় বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়করা সেখানে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।
শুভেন্দু অধিকারীর কথায়, “ওরা তো রাজ্যপালকে যেতে দিয়েছেন। তাহলে বিরোধী দলনেতা, বিধায়কদের যেতে দেবেন না কেন? আমরাও তো আইনকে মানি। আমরা আড়াই লক্ষ তিন লক্ষ লোকের ভোটে জেতা জনপ্রতিনিধি। আমরা তো গুন্ডা নই। খালে হাতে এসেছি। পার্টির ঝান্ডা পর্যন্ত নেই। শুধু পোশাকে লেখা ‘সন্দেশখালি সঙ্গে আছি। এতে তো অসংসদীয় কিছু নেই।’