Tea Gardens of North Bengal: মমতার উত্তরবঙ্গ সফরের দিনেই বন্ধ চা বাগানের ইস্যুতে ওয়াকআউট বিজেপির

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Dec 06, 2023 | 1:47 PM

BJP MLAs Walkout: উত্তরবঙ্গের বন্ধ চা বাগানগুলি অবিলম্বে খুলতে হবে, এই দাবি নিয়ে বুধবার বিধানসভায় একটি মুলতুবি প্রস্তাব জমা দিয়েছিল বিজেপি। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুলতুবি প্রস্তাব পাঠের অনুমতি দিলেও, সেটি নিয়ে আলোচনায় অনুমতি দেননি। এর প্রতিবাদেই বিধানসভার অধিবেশন কক্ষে শুরু হয়ে যায় হইচই।

Tea Gardens of North Bengal: মমতার উত্তরবঙ্গ সফরের দিনেই বন্ধ চা বাগানের ইস্যুতে ওয়াকআউট বিজেপির
বিজেপি বিধায়কদের ওয়াকআউট
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বুধবার দুপুরে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেইদিনেই উত্তরবঙ্গের ইস্য়ুতে হইচই বিধানসভার অন্দরে। শীতকালীন অধিবেশন চলছে। উত্তরবঙ্গের বন্ধ চা বাগানগুলি অবিলম্বে খুলতে হবে, এই দাবি নিয়ে বুধবার বিধানসভায় একটি মুলতুবি প্রস্তাব জমা দিয়েছিল বিজেপি। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুলতুবি প্রস্তাব পাঠের অনুমতি দিলেও, সেটি নিয়ে আলোচনায় অনুমতি দেননি। এর প্রতিবাদেই বিধানসভার অধিবেশন কক্ষে শুরু হয়ে যায় হইচই। উঠে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। স্লোগান ওঠে, চা বাগান সমস্যা নিয়ে জবাব দিতে হবে। এরপর বিধানসভা থেকে ওয়াক আউট করেন পদ্ম বিধায়করা। বেরিয়ে এসে বিধানসভার গাড়ি বারান্দায় বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

আজ বিধানসভার বিক্ষোভের পর উত্তরবঙ্গের চা বলয়ের বিজেপি বিধায়কদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতন মনোজ টিগ্গা। বললেন, “উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্প চা বাগান। সেখানে সরকারের কোনও নজর নেই। তাই আজ আমরা একটি মুলতুবি প্রস্তাব এনেছিলাম। একাধিক চা বাগান বন্ধ হয়ে রয়েছে। নাগরাকাটা, কালচিনি, মাদারিহাট বিধানসভায় বিভিন্ন চা বাগান বন্ধ হয়ে পড়ে রয়েছে। এগুলিকে খোলার জন্য রাজ্য সরকার কোনও পদক্ষেপ করছে না। শ্রমিকরা বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছেন।”

উল্লেখ্য, বুধবারই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের একাধিক জায়গায় তাঁর কর্মসূচি রয়েছে। দার্জিলিং, মিরিক, কার্শিয়াং, কালিম্পঙে তাঁর একাধিক কর্মসূচি আছে। পারিবারিক বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি অন্যান্য একগুচ্ছ কর্মসূচি নিয়ে ৬দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা। আর সেদিনেই বিধানসভায় চা বাগান ইস্যুতে সুর চড়ালেন বিজেপি বিধায়করা।

Next Article