কলকাতা: দিল্লিতে বিজেপি-র রাষ্ট্রীয় অধিবেশন চলছে। সেই অধিবেশনে যোগ দিতে রাজধানী যাচ্ছেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সোজা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। যাওয়ার আগে সুকান্ত সংবাদ মাধ্যমকে জানালেন শুধু তিনি নন, এখন সন্দেশখালির যা পরিস্থিতি তাতে তাঁর মা-ও সেখানকার মহিলাদের অবস্থা নিয়ে চিন্তিত।
বস্তুত, গত বুধবার টাকি গিয়েছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, অসুস্থ হয়ে পড়েন সুকান্ত। তাঁকে ভর্তি করা হয় কলকাতার বেসরকারি একটি হাসপাতালে। আজই ছাড়া পান তিনি। আর তারপরই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
এ দিন, রাজধানী উড়ে যাওয়ার আগে কলকাতা বিমান বন্দরে বিজেপি সাংসদ সন্দেশখালির প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, “আমি এমন একটি পরিবার থেকে উঠে এসেছি যেখানে কেউ কোনও দিন রাজনীতি করেননি। পড়াশোনা করে অধ্যাপক হয়েছিলাম। তারপর রাজনীতিতে আসি।” সুকান্ত বলেছেন যে, তিনি যেদিন থেকে বাড়ির বাইরে থাকেন, সেই দিন থেকে তাঁর মা জিজ্ঞাসা করেন ঠিক মতো খাওয়া-দাওয়া করছেন কি না। কিন্তু এখন সন্দেশখালির প্রভাব এতটাই পড়েছে যে সাংসদের মা-ও জিজ্ঞাসা করছেন সেখানকার মহিলারা কেমন আছেন। বিজেপি-র রাজ্য সভাপতির কথায়, “আমার মা ফোন জিজ্ঞাসা করতেন ভাল আছিস বাবা? খেয়েছিস? এখন এই সব জিজ্ঞাসা করার পাশাপাশি এও জিজ্ঞাসা করেন সন্দেশখালি কেমন আছে?”