কলকাতা: আরজি করের অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত চেয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার। অভিযোগপত্রে বেআইনি নিয়োগ-সহ একাধিক বিষয়ের উল্লেখ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। মেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, মৃতদের ময়নাতদন্ত কেলেঙ্কারি, স্কিল ল্যাবের যন্ত্রাংশ বেশি দামে ক্রয়, হাসপাতাল চত্বরে স্টলের দরপত্র হেরফের, চিকিৎসক পড়ুয়াদের কাউন্সেলিংয়ে গণ্ডগোল, আরজি করে বরাত আদায়ে কর্তৃপক্ষকে ২০ শতাংশ কমিশনের মতোও সাংঘাতিক সব অভিযোগ সুকান্তর।
এখানেই শেষ নয়, পার্কিং বরাতেও কেলেঙ্কারির অভিযোগকে সামনে রেখে অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করার আর্জি জানিয়ে ইডিকে চিঠি লেখেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
গত কয়েকদিনে একাধিকবার শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন। স্বাস্থ্যেও দুর্নীতি নিয়ে তদন্ত হবে আগেই হুঁশিয়ারি দিয়েছিল বিজেপি নেতৃত্ব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোভিডকালের কেলেঙ্কারির অভিযোগ তুলে ইডিকে চিঠি দেওয়ার পর এবার আরজি করের অধ্যক্ষকে নিশানা করে ইডি তদন্ত চেয়ে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।
সম্প্রতি এই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বদলির চিঠি ধরানো হয়েছিল। একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। যদিও সেই বদলির নির্দেশ পরবর্তীকালে স্থগিতও করে দেওয়া হয়। এই প্রথমবার নয়, এর আগেই একবারই এমনই ঘটনা ঘটেছিল। বদলির চিঠি দিলেও তা ফিরিয়ে নেয় স্বাস্থ্যভবন। কার ‘আশীর্বাদে’ বারবার বদলি হয়েও পদে বহাল থাকছেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ? ইডিকে লেখা চিঠিতে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি।