BJP Lalbazar Abhiyan: শুরুই করা গেল না মিছিল, কলেজ স্কোয়ারে খেলনা বন্দুক হাতে প্রতিবাদ BJP-র

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Sep 16, 2022 | 4:17 PM

BJP Protest in Kolkata: এবারও মিছিল শুরুর আগেই আটকে দিল পুলিশ। আর তারপর কলেজ স্কোয়ারেই খেলনা বন্দুক নিয়ে প্রতীকী প্রতিবাদ জানাতে থাকেন বিজেপির যুব মোর্চার কর্মী ও সমর্থকরা।

BJP Lalbazar Abhiyan: শুরুই করা গেল না মিছিল, কলেজ স্কোয়ারে খেলনা বন্দুক হাতে প্রতিবাদ BJP-র
খেলনা বন্দুক নিয়ে প্রতিবাদে সামিল বিজেপি

Follow Us

কলকাতা: বিজেপির নবান্ন অভিযানে দফায় দফায় উত্তপ্ত হয়েছে কলকাতা ও হাওড়া। জলকামান, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ কিছুই বাদ যায়নি। সেই নবান্ন অভিযানের আঁচ গিয়ে পৌঁছেছে দিল্লি পর্যন্তও। শুক্রবার রাজ্য জুড়ে থানা ঘেরাও অভিযানের ডাক দিয়েছে বিজেপি। নবান্ন অভিযান ঘিরে যেভাবে বিজেপির নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে তার প্রতিবাদে এদিন থানা ঘেরাও অভিযানের ডাক দিয়েছে বিজেপি। জেলায় জেলায় চলছে সেই কর্মসূচি। আর এরই মধ্যে বিজেপির যুব মোর্চার তরফে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে। দুপুর সাড়ে ১২ টা নাগাদ কলেজ স্ক্যোয়ারে জমায়েত করা হয় এবং তারপর সেখান থেকে লালবাজার অভিযান শুরু হওয়ার কথা ছিল। উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতা জেলা কমিটির পক্ষ থেকেই মূলত এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কিন্তু এদিনও মিছিল শুরুর আগেই তা ব্যারিকেড করে আটকে দিল পুলিশ।

কলেজ স্ক্যোয়ার চত্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত করে বিজেপির যুব মোর্চার কর্মী ও সমর্থকরা। সেখানে রাস্তায় বসেF বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। কলেজ স্ক্যোয়ার থেকে বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে তাঁদের কর্মসূচির কথা ছিল। কিন্তু পুলিশ তাঁদের কলেজ স্ক্যোয়ারেই আটকে দিয়েছে। তাই সেখানেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এদিকে এবারও মিছিল শুরুর আগেই আটকে দিল পুলিশ। আর সেখানেই খেলনা বন্দুক নিয়ে প্রতীকী প্রতিবাদ জানাতে থাকেন বিজেপির যুব মোর্চার কর্মী ও সমর্থকরা। উল্লেখ্য, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে আক্রান্ত পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করতে গিয়ে যে মন্তব্য করেছিলেন, তারই প্রতিবাদে এই খেলনা বন্দুক হাতে প্রতিবাদ বলে জানাচ্ছেন বিজেপির যুব মোর্চার কর্মী ও সমর্থকরা।

শুধু কলকাতাতেই নয়, এদিন সকাল থেকে জেলায় জেলায় চলছে বিজেপির প্রতিবাদ কর্মসূচি। সল্টলেক, বাঁকুড়া, বর্ধমান, বারুইপুর, আরামবাগ, দুর্গাপুর সহ বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল হয় বিজেপি। মোটের উপর এদিন সকাল থেকেই বিজেপির তরফ থেকে এই থানা ঘেরাও কর্মসূচি এবং লালবাজার অভিযান ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বিভিন্ন জায়গায়।

Next Article