কলকাতা: এ বছরের পঞ্চায়েত ভোটকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ‘প্রস্তুতি ম্যাচ’ হিসাবে দেখছে বিজেপি। পঞ্চায়েতে ফল ভাল হলে তার সুবিধা লোকসভায় মিলবে। তাই পঞ্চায়েতে ভাল ফল করতে মরিয়া রাজ্যের পদ্মশিবির। সেই লক্ষ্যেই প্রশিক্ষণ দেওয়া শুরু হল বিজেপিতে। নির্বাচনের দিন কী করতে হবে। তা নিয়েই দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। এর দায়িত্বে রয়েছেন বিজেপির দুই প্রাক্তন রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দোপাধ্যায় ও রথীন বসু। বিজেপি জানে, ভোটের দিনই আসল লড়াই। তাই রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মীদের ভোটের দিন ঠিক কী করতে হবে, তা নিয়েই দেওয়া হচ্ছে প্রশিক্ষণ।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে, পুরনো ও নতুনকে এক করে মনোনয়ন জমা পড়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের প্রবল চাপে রাজ্য বিজেপির পদাধিকারী, সাংসদ ও বিধায়করা মনোনয়ন জমার সময় নেমেছিলেন পথে। এতে কর্মীরা যেমন খুশি হয়েছেন, সে রকম শাসকের রক্তচক্ষুর সামনে ভরসাও জুগিয়েছে। এবার আসল লড়াই ভোটের দিন। তাই বিজেপি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ শুরু হল। ভোটের দিন কী করতে হবে, নিজেদের ভোটারদের কী করে বুথমুখী করতে হবে, বাধা পেলে বিকল্প কী, কখন কখন পাল্টা মার হবে, রাজ্যপালের খোলা রাজভবনের ওয়ার রুমে কখন কখন খবর পাঠাতে হবে- এই সব বিষয় নিয়েই বিজেপির কর্মী দেওয়া হচ্ছে প্রশিক্ষণ।
এই প্রশিক্ষণ দিচ্ছেন প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং রথীন বসু। দুজনেই আরএসএস-এর বহু দিনের কর্মী। এর মধ্যে প্রতাপ সেই তপন সিকদারের আমল থেকে দলের নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত। তিনি এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়েরও খুব ঘনিষ্ঠ ছিলেন। এ বারের পঞ্চায়েত নিবাচনে বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলকেও নামাতে চাইছে। তাই জেলার জেলায় তাঁদেরকেও এই প্রশিক্ষণে ডাকা হয়েছে। এর সঙ্গে পলিং এজেন্ট, কাউন্টিং এজেন্টও বেছে নেওয়ার কাজ চলছে।