Bengal BJP: পাখির চোখ চব্বিশের লোকসভা, ‘মেরুকরণকে’ হাতিয়ার করে বাংলায় শক্তি বাড়াতে অগস্টেই দু’দিনের বৈঠকে BJP-RSS

Anjan Roy | Edited By: জয়দীপ দাস

Jul 28, 2023 | 1:21 AM

Bengal BJP: সূত্রের খবর, ভোটারদের মন পেতে এবার পুরোদমে সাম্প্রদায়িক মেরুকরণের লাইনেই হাঁটতে চলেছে গেরুয়া শিবির। এ বিষয়েই আগামী ১৮ ও ১৯ অগস্ট আরএসএসের তরফে কলকাতায় একটি বৈঠকও ডাকা হয়েছে বলে খবর।

Bengal BJP: পাখির চোখ চব্বিশের লোকসভা, ‘মেরুকরণকে’ হাতিয়ার করে বাংলায় শক্তি বাড়াতে অগস্টেই দু’দিনের বৈঠকে BJP-RSS
অগস্টেই বড় বৈঠক
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: পার হয়েছে পঞ্চায়েতের (Panchayat Election) বৈতরণী। এবার নজর লোকসভা। বিজেপি নেতৃত্বাধীন ‘এনডিএ’-র বিজয়রথকে আটকাতে ইতিমধ্যেই বিরোধীরা তৈরি করে ফেলেছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ‘ইন্ডিয়া’ (INDIA) জোট। এদিকে পঞ্চায়েতে গোটা ফের দেখা গিয়েছে ঘাসফুল ঝড়। আশানরূপ ফল করতে পারেনি বাংলার পদ্ম শিবির। খুশি হননি কেন্দ্রীয় স্তরের নেতারা। তাই বদল এবার রণকৌশলে। পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই  পশ্চিমবঙ্গে স্ট্র‌্যাটেজি বদলাচ্ছে বিজেপি (BJP) ও আরএসএস (RSS)। সূত্রের খবর এমনটাই।

সূত্রের খবর, ভোটারদের মন পেতে এবার পুরোদমে সাম্প্রদায়িক মেরুকরণের লাইনেই হাঁটতে চলেছে গেরুয়া শিবির। এ বিষয়েই আগামী  ১৮ ও ১৯ অগস্ট আরএসএসের তরফে কলকাতায় একটি বৈঠকও ডাকা হয়েছে বলে খবর। বৈঠকে কলকাতা-সহ বিভিন্ন জেলার বিজেপি ও সংঘ পরিবারের নেতা-নেত্রীরা থাকবেন বলে জানা যাচ্ছে। চব্বিশের লোকসভা নির্বাচন নিয়েই এই ‘গোপন’ বৈঠকে আলোচনা চলবে বলে খবর। 

সোমবার রাতে দিল্লিতে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বি এল সন্তোষ, অরুন কুমার, প্রদীপ যোশীর মতো নেতারা। সেখানেও পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয় বলে খবর। এদিকে শেষ পঞ্চায়েত থেকে লোকসভা ভোটে উত্তরবঙ্গ, জঙ্গলমহলের জেলাগুলিতে মোটের উপর ভাল ফল করেছিল বিজেপি। কিন্তু, গত বিধানসভা থেকে এবার পঞ্চায়েত নির্বাচনের ফল মন খারাপ বাড়িয়ে দিয়েছে পদ্ম নেতাদের। হাত ছাড়া হয়েছে অনেক গড়। কেন এমনটা হচ্ছে তা নিয়ে চিন্তিত কেন্দ্রীয় স্তরের নেতারাও। লোকসভা ভোটে যাতে দলের পুনরুত্থান দেখা যায় সে কারণেই নেওয়া হচ্ছে একাধিক কৌশল। ভেদাভেদ ও জাতপাতের রাজনীতির লাইনই আরও শক্ত হাতে ধরতে চলেছে পদ্ম শিবির। হাতছাড়া হওয়া রাজবংশী, গোর্খা, মতুয়া, আদিবাসীদের পদ্ম শিবিরের দিকে টানার চেষ্টা জারি থাকবে। পাশাপাশি রাজ্য-রাজনীতির একাধিক ইস্যুতে রাজ্য সরকারের উপর আক্রমণের ঝাঁঝ আরও বাড়বে। আদিবাসী ইস্যু থেকে নারী নির্যাতন, সব ইস্যুতেই চলবে কোণঠাসা করার কাজ। সূত্রের খবর এমনটাই। এখন দেখার আসন্ন দু’দিনের বৈঠকে আরও কোন কোন বিষয় উঠে আসে। কতটা সুফল মেলে লোকসভায়। 

Next Article