কলকাতা: এবার আরও দায়িত্ব বাড়ল তৃণমূলের তারকা মুখ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য পর্যটন দফতরের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে সায়ন্তিকাকে। পর্যটন উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদে বসানো হল অভিনেত্রীকে। উল্লেখ্য, সায়ন্তিকা বর্তমানে তৃণমূলের রাজ্য সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য। একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিটও দিয়েছিল তৃণমূল। তবে ভোটে জিততে পারেননি। একুশের নির্বাচনে বাঁকুড়া থেকে পরাজিত হলেও রাজনীতির ময়দান ছাড়েননি সায়ন্তিকা। রাজ্য রাজনীতিতে তারকা-মুখদের মধ্যে বেশ সক্রিয় তিনি। বিগত দিনগুলিতে বিভিন্ন ফিল্মি ডায়লগ ব্যবহার করে বিজেপিকে নিশানা করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
কিছুদিন আগে অভিনয় জগতে অবদানের জন্য বিশেষ সম্মানও পেয়েছেন সায়ন্তিকা। গত ২৪ জুলাই মহানায়ক সম্মান পেয়েছেন তিনি। আর এবার রাজ্যের মন্ত্রী-আমলাদের সঙ্গে পর্যটন দফতরের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেয়ে গেলেন তৃণমূলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সায়ন্তিকা। পর্যটন উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে এবার দায়িত্ব সামলাবেন তিনি। পর্যটন উন্নয়ন পর্ষদের এই কমিটিতে মোট ৯ জন সদস্য থাকছেন। চেয়ারম্যান হিসেবে থাকছেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন। এছাড়া নন্দিনী চক্রবর্তীর মতো পোড় খাওয়া আমলাও থাকছেন কমিটিতে। সেই সঙ্গে থাকছেন আইএএস পদমর্যাদার আরও এক অফিসার। রাজ্য পর্যটন দফতরের আর্থিক উপদেষ্টা তাপস কুমার হালদারকেও রাখা হয়েছে পর্যটন উন্নয়ন পর্ষদের ওই কমিটিতে।
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন শিল্পী ও কলাকুশলীদের অতীতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য রাজনীতিতে তৃণমূল সুপ্রিমোর ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেই রয়েছেন সায়ন্তিকা। যখনও তৃণমূলের কিংবা রাজ্য সরকারের কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান হতে দেখা গিয়েছে, তখনই সেখানে উপস্থিত থেকেছেন সায়ন্তিকা। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, রাজনীতির পরিসরেও বেশ সক্রিয় তিনি। একুশের বিধানসভা ভোটে বাঁকুড়ায় জিততে না পারলেও, দলের হয়ে সর্বক্ষণ গলা ফাটিয়ে গিয়েছেন। বিরোধীদের কড়া বাক্যবাণে বিঁধেছেন। এখন দেখার নতুন দায়িত্বে কী ভূমিকায় অবতীর্ণ হন সায়ন্তিকা।