কলকাতা: বাঁ দিকের চোখের সমস্যা নিয়ে অনেকদিন ধরেই ভুগছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চোখের চিকিৎসা করাতে এর আগে দুবাইয়েও যেতে হয়েছিল তাঁকে। তারপর আমেরিকায় (America) চোখের চিকিৎসা চলে। সূত্রের খবর, সেখানে জন হপকিন্স হাসপাতালে তাঁর চোখের অপারেশনও হয়। এজন্য গত বছর ২৮ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মার্কিন মুলুকে ছিলেন তিনি। এবারও সেখানেই অভিষেক চোখ দেখাবেন বলে খবর। তাঁর সঙ্গে দেশ ছেড়েছেন তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও। লকাতা বিমানবন্দর সূত্রে খবর, গতকাল সকাল ৯টা ৪৫-এর বিমানে দুবাই যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দুবাই হয়েই গন্তব্য আমেরিকা। সেখানে তার চোখের চিকিত্সার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে বলে খবর। যদিও বিরোধী শিবির কিন্তু বিষয়টিকে সোজাভাবে দেখতে নারাজ। তাদের আক্রমণে মিশে তীব্র কটাক্ষের সুর ! এমনকি ইডি-র সঙ্গে বোঝাপড়া করেই এই বিদেশযাত্রা বলে তোপ বামেদের।
তোপ দেগেছেন বাম নেতা তথা বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বলছেন, “অভিষেক ইডির অনুমতি নিয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে বলেছিল ইডি আমাকে অনুমতি দিচ্ছে না। তারপর কোথাও একটা বোঝাপড়া হয়েছে। এর বাইরে আর কিছু নেই। নিঃসন্দেহে এটা বোঝাপড়ার ফল।”
তোপ দেগেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। বলছেন, “পয়সার অভাব নেই তাই বিদেশে গিয়েছে। আমরা তো যেতে পারি না। কেউ দাঁত দেখাতে দুবাই যাচ্ছে, কান দেখাতে আমেরিকা যাচ্ছে। তাঁদের ব্যাপারই আলাদা। রাজাদের ব্যাপার সব। এর আগে যখন গিয়েছিল তখন অনেক অভিযোগ ছিল। ইডি-সিবিআই দেখবে এগুলো।”
কিন্তু, কী বলছে বিজেপি? পদ্ম নেতারা খোঁচা দিয়েছেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, “চিকিৎসার জন্য গিয়েছেন বলে আমরা খবর পেয়েছি। আমরা তো ভেবেছিলান স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসা করাবেন। কেন করালেন না বুঝতে পারছি না।”
এদিকে অভিষেক যখন বিদেশ যাত্রায়, তখনও কিন্তু আইনি ঝড়ঝাপটা চলছেই! বুধবার যে তিনি বিদেশে পাড়ি দিতে চান, তা জানিয়ে কলকাতা হাইকোর্টে আগেই একটি হলফনামা পেশ করেছিলেন অভিষেক । লিখেছিলেন, তিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিদেশ সফরের বিস্তারিত তথ্য জানিয়ে চিঠি দিয়েছেন। শুধু হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টেও এর উল্লেখ করা হয়েছিল। অভিষেক-পত্নী রুজিরাকে এর আগে কেন বিদেশে যাওয়ার সময়ে আটকানো হয়েছিল, দু’দিন আগেই ইডিকে এ প্রশ্ন করে শীর্ষ আদালত। রুজিরার নামে লুক আউট নোটিসও জারি হয়েছিল। ওই দিন শুনানিতেই কপিল সিব্বল সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন, ২৬ জুলাই অভিষেক চিকিৎসার জন্য বিদেশে যেতে চান। ৮ অগস্ট অভিষেকের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বলেও জানান সিব্বল। তাঁর স্ত্রী রুজিরার বিরুদ্ধে কেন লুকআউট নোটিস? আদালতে এনিয়ে প্রশ্নের মুখে পড়ে ED। জবাব দেওয়ার জন্য সময় চাওয়া হয়েছিল। কাল সেই মামলার শুনানি রয়েছে। ফলে নজর থাকছে সেদিকেও। এসবের মধ্যে অভিষেকের বিদেশ সফর ঘিরে প্রশ্ন তুলছেন বিরোধীরা। যদিও তাতে বিশেষ আমল দিতে নারাজ তৃণমূল।বিরোধীদের নিশানা করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলছেন, “এর আগেও তিনি চিকিৎসাজনিত কারণে বিদেশ গিয়েছিলেন। সঠিক সময়ে চিকিৎসা করিয়ে ফিরে এসেছিলেন। বারবার এ ধরনের কুৎসিত আক্রমণ কী ঠিক হচ্ছে?”