Bengal BJP: নির্বাচনে অশাান্তি ‘অবধারিত’, ভোটের দিনই কলকাতার ৮ জায়গায় পথ অবরোধ করবে বিজেপি

Anjan Roy | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 05, 2023 | 7:46 AM

WB Panchayat Polls 2023: গেরুয়া শিবির সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের দিন অর্থাৎ শনিবার (৮ জুলাই ২০২৩) সকাল এগারোটার পর কলকাতার আটটি জায়গায় কর্মীদের বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

Bengal BJP: নির্বাচনে অশাান্তি অবধারিত, ভোটের দিনই কলকাতার ৮ জায়গায় পথ অবরোধ করবে বিজেপি
নির্বাচনের দিন পথ অবরোধ বিজেপির
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: আর বাকি দু’দিন। তারপরই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। আর নির্বাচন যে সুষ্ঠভাবে হবে না বিষয়টি ধরেই নিয়েই পথ অবরোধে নামতে চলেছে বঙ্গ বিজেপি (BJP)। কলকাতার (Kolkata) বিভিন্ন জায়গায় হবে সেই অবরোধ।

গেরুয়া শিবির সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের দিন অর্থাৎ শনিবার (৮ জুলাই ২০২৩) সকাল এগারোটার পর কলকাতার আটটি জায়গায় কর্মীদের বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে হাজরা মোড়, শ্যামবাজার, মৌলালি সহ একাধিক জায়গায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বিজেপি কর্মীরা। রাজ্য নেতৃত্বর দাবি, এ রাজ্য ভোটের দিন প্রহসন হবে। সেই কারণে আগেভাগেই কর্মীদের বিক্ষোভ করার নির্দেশ দলের শীর্ষ নেতাদের।

তবে বিক্ষোভ কর্মসূচিতে কি অংশ নেবেন বিজেপি নেত্রীবৃন্দ? জানা যাচ্ছে, শনিবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থাকবেন বালুরঘাটে, শুভেন্দু অধিকারী থাকবেন নন্দীগ্রামে তবে পরিস্থিতি জটিল হলে তিনিও কলকাতায় আসতে পারেন। তবে বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ নেতৃত্ব দেবেন কলকাতার এই বিক্ষোভ কর্মসূচিতে।

দলের তরফে সকল কর্মীদের বলা হয়েছে যতটা সম্ভব সকাল-সকাল ভোট সেরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে বলা হয়েছে। তবে গেরুয়া শিবির সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে যদি বড় কোনও অশান্তি হয় তাহলেই রাস্তা অবরোধ করা হবে। জেলার সমস্ত নেতাদের রাজভবন ও সেন্ট্রাল ফোর্সের নম্বর রাখতে বলা হয়েছে।

Next Article