ভোর থেকে রোদের তেজ বেড়েছিল। কে বলবে এই কয়েকদিন আগে বৃষ্টিতে ভিজেছিল দক্ষিণবঙ্গ। মঙ্গলবার যে ভাবে গরম পড়েছিল তাতে কালঘাম ছুটেছিল দক্ষিণবঙ্গবাসীর। বুধবারও সেই একই অবস্থা। মাঝেমধ্যে আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা গেলেও কোথায় বৃষ্টি? তাহলে আজ কি বৃষ্টি হবে? আর্দ্রতাজনিত অস্বস্তি কি কমবে? উত্তরবঙ্গের আবহাওয়াই বা কী বলেছে? নজর থাকবে…
আগামী ২ দিন উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে রবিবার থেকে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
দক্ষিণ কলকাতার একাধিক প্রান্তে শুরু বৃষ্টি। বৃষ্টি নিউ টাউন, সল্টলেকেও। আড়াইটে নাগাদ তুমুল বৃষ্টি শুরু হয় তিলোত্তমায়।
বুধবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯ থেকে ৮৯ শতাংশ থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
বুধবার বিকেল বা সন্ধ্যেয় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। আংশিক মেঘলা আকাশ থাকবে আজ।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। অন্যদিকে, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, শুক্রবারের পর সম্ভাবনা আরও কমবে। হালকা মাঝারি বৃষ্টি চলবে। ২৪ ঘণ্টা পর তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে নিচের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হবে। আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে।