Calcutta High Court: কলকাতা হাইকোর্ট ক্লাবে বিজেপির জয়জয়কার, বড় সাফল্য বলছেন শমীক-শুভেন্দুরা
Calcutta High Court: এই জয়কে দুর্নীতির বিরুদ্ধে বার্তা বলে মনে করছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সভাপতি এই জয়ে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। শুভেন্দুর মতে, যে টিমের উপর সদস্যরা ভরসা রেখেছে, সেই টিম আদতে আইনজীবীদের জন্য কাজ করবে।

কলকাতা: বিজেপি সমর্থিত প্রার্থীদের দখলে কলকাতা হাইকোর্ট ক্লাব। কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীদের জয় জয়কার। ১০টির মধ্যে ৭টি আসন দখল করলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট-সহ মোট সাত আসনে জয়ী হয়েছে বিজেপি সমর্থিত সদস্যরা। এই জয়কে দুর্নীতির বিরুদ্ধে বার্তা বলে মনে করছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সভাপতি এই জয়ে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
কারা জয়ী হলেন:
সভাপতি: কল্লোল মণ্ডল
সহ-সভাপতি: অনিন্দ্য বসু
সাধারণ সম্পাদক: অরুণ কুমার উপাধ্যায়
সহ-সচিব: মধু জানা
কোষাধ্যক্ষ: বিজিতেশ মুখোপাধ্যায়
কমিটি সদস্য: ঐশ্বর্য রাজর্শী
কমিটি সদস্য: পূজা সোনকার
“বিজেপি সমর্থিত আইনজীবীদের দুর্দান্ত ও ঐতিহাসিক জয়” বলে উল্লেখ করে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য লিখেছেন, “১০টির মধ্যে ৭টি আসন জিতে ন্যায়, স্বচ্ছতা ও সুশাসনের প্রত্যাশায় আইনজীবী সমাজ যে পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন, তা আজ স্পষ্ট। এই জয় শুধু একটি নির্বাচনী ফল নয়। এটি দুর্নীতি, প্রভাব ও অস্বচ্ছতার বিরুদ্ধে আইনজীবীদের স্পষ্ট বার্তা।”
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই জয় সম্পর্কে বলতে গিয়ে বলেন, “সার্বভৌমত্ব, পেশাদারিত্বের জয়। সেই টিমের উপরেই সদস্যরা ভরসা রেখেছেন, যাঁরা নিরন্তর আইনজীবীদের কথা ভেবে কাজ করে যাবেন। ন্যয়বিচারের পক্ষে পশ্চিমবঙ্গের কন্ঠ আরও শক্তি পাবে।”
Heartiest Congratulations to the Victorious Candidates of the BJP Legal Cell supported Nationalist Panel, on their resounding victory in the Election of the High Court Club; Calcutta.
With immense pride and joy, I extend my greetings to the Panel of Nationalist Candidates on… pic.twitter.com/gGxuYWke1A
— Suvendu Adhikari (@SuvenduWB) December 1, 2025
