BJP Bengal: ‘প্রমাণ করতে হবে আপনি কত বড় সৎ’, শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক বিজেপির জেলা সভাপতি

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 10, 2021 | 5:15 PM

Suvendu Adhikari: শুভেন্দুর বক্তব্যের পাল্টা জবাব দিলেন হাওড়ার বিজেপি নেতা সুরজিৎ সাহা। শুভেন্দুকে দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করেছেন তিনি।

BJP Bengal: প্রমাণ করতে হবে আপনি কত বড় সৎ, শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক বিজেপির জেলা সভাপতি
শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক হাওড়ার বিজেপি সভাপতি (অলংকরণ- অভিজিৎ বিশ্বাস)

Follow Us

কলকাতা : গত কয়েক দিন ধরে তথাগত রায়ের পরপর আক্রমণাত্মক টুইটে সামনে এসেছে বিজেপির (BJP) অন্তর্দ্বন্দ্ব। সেই বার্তা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দিল্লিতেও। তবে এবার প্রকট হল গোষ্ঠীদ্বন্দ্ব। একদিকে যখন রাজ্যে পুরভোটের তোড়জোড় চলছে, তারই মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন হাওড়া জেলার বিজেপি সভাপতি সুরজিৎ সাহা (Surajit Saha)। শুধু শুভেন্দুকে ‘কত বড় বিজেপি’ বলে কটাক্ষই নয়, হাওড়া পুরভোটের জন্য তৈরি হওয়া কমিটিকে মানবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন সুরজিৎ।

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ার পুরভোট হওয়ার কথা। তার আগে মঙ্গলবার বৈঠকে বসেছিল রাজ্য বিজেপি। হাওড়া ও কলকাতা পুরভোটের জন্য কমিটি তৈরি করে দেওয়া হয়েছে সেই বৈঠকে। মঙ্গলবারের ওই বৈঠক থেকেই বিতর্কের সূত্রপাত। সূত্রের খবর, এ দিনের বৈঠকে শুভেন্দু অধিকারী নাকি হাওড়ার কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ তুলেছেন। তবে বৈঠক শেষে হাওড়ার বিজেপি নেতৃত্বকে এই বিষয়ে কোনও কথা বলতে শোনা যায়নি।

বুধবার প্রকাশ্যে এসেছে হাওড়া জেলার বিজেপি সভাপতি সুরজিৎ সাহার সেই বিস্ফোরক ভিডিয়ো। যেখানে তিনি সরাসরি শুভেন্দু অধিকারীর নাম করে ক্ষোভ প্রকাশ করেছেন। এ দিন তিনি বলেন, ‘তৃণমূল থেকে ৬ মাস আগে আসা শুভেন্দু অধিকারী বলছেন, বিজেপি যে হাওড়া সদরে হেরেছে, তার কারণ নাকি অরূপ রায়ের সঙ্গে গোপন আঁতাত।’ আক্রমণ শানিয়ে বিজেপি নেতা বলেন, ‘আপনি তো ৬ মাস আগে বিজেপিতে এসেছেন। আপনার কাছ থেকে বিজেপি কর্মীরা সার্টিফিকেট নেবে না যে কে কত বড় বিজেপি।’

নারদ-কাণ্ড নিয়েও শুভেন্দুকে বিঁধতে ছাড়েননি সুরজিৎ সাহা। তিনি বলেন, ‘প্রমাণ করতে হবে আপনি কত বড় সৎ। আপনাকে তো নারদে হাতে করে টাকা নিতে দেখা গিয়েছিল। ভারতীয় জনতা পার্টির কাউকে টাকা নিতে দেখা যায়নি।’

অন্যদিকে, হাওড়া পুরভোটের জন্য তৈরি করা কমিটিও মানতে নারাজ তিনি। সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছে রথীন চক্রবর্তীকে। জেলা সভাপতির দাবি, আসলে পুরভোটের জন্য তৈরি করা এই কমিটি তৃণমূলের বি-টিম। এই টিমের অধীনে তিনি বা হাওড়ার অন্য কোনও বিজেপি কর্মী কাজ করবে না বলেই জানিয়ে দেন তিনি। সুরজিৎ সাহার দাবি, তৃণমূলের সঙ্গে আঁতাতের অভিযোগ শুভেন্দুকে প্রমাণ করতে হবে জনসমক্ষে, নাহলে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

তবে হাওড়া নেতৃত্বের বিরুদ্ধে শুভেন্দু যে অভিযোগ এনেছে, তা নতুন নয়। আগেও এমন অভিযোগ সামনে এসেছে। ফলে এই বিতর্ক পুরনো। এ দিকে, বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব পুরভোটের মুখে গেরুয়া শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। সুরজিৎ সাহার এই বক্তব্য মোটেই ভাল চোখে দেখছে না রাজ্য বিজেপি নেতৃত্ব। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে। বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘ক্ষোভ থাকলে দলের নিয়ম মেনে দলের মধ্যেই বলতে হবে। সমস্যা থাকতে পারে, ক্ষোভ-বিক্ষোভ থাকতে পারে। তার সমাধানও আছে, তবে এ ভাবে সবার সামনে বলাটা নিয়ম নয়।’

আরও পড়ুন : ২২-এ অভিষেক-অমিত শাহ দ্বৈরথের সাক্ষী থাকবে আগরতলা

Next Article