BJP in West Bengal: ৭ বদলে তেরো, বিজেপির নবান্ন অভিযানে লক্ষাধিক জমায়েতের লক্ষ্য

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Sep 06, 2022 | 10:41 PM

BJP in West Bengal: বদল গেল দিন, ১৩ সেপ্টেম্বর হবে বিজেপির নবান্ন অভিযান! নেপথ্যে কী কারণ?

BJP in West Bengal: ৭ বদলে তেরো, বিজেপির নবান্ন অভিযানে লক্ষাধিক জমায়েতের লক্ষ্য

Follow Us

কলকাতা: আদিবাসী সম্প্রদায়ের করম উৎসবের জেরে আগামী ৭ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে আগেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শোনা যাচ্ছিল বদল হতে পারে তারিখ। অবশেষে সব জল্পনা সত্যি করে বদল হল বিজেপির নবান্ন অভিযানের দিন। সূত্রের খবর, ৭ সেপ্টেম্বরের বদলে আগামী ১৩ সেপ্টেম্বর হবে বিজেপির নবান্ন অভিযান। বিজেপির দলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, অভিযানের দিন মূলত তিনটি জায়গায় জমায়েতের সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। মূলত সাঁতরাগাছি, হাওড়া ময়দান, কলেজ স্কোয়ারে জমায়েত হতে পারে বলে শোনা যাচ্ছে। প্রায় দেড় লাখ লোকের মিছিল হতে পারে বলেও সূত্রের খবর। 

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলা থেকে শুরু করে গরু পাচার মামলায় নতুন করে তদন্তের গতি বাড়িয়েছে সিবিআই-ইডি। জেলে হেফাজতে রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সিবিআই হেফাজতে রয়েছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে বিগত কয়েক সপ্তাহ ধরেই চাঁচাছালো ভাষায় আক্রমণ শানিয়ে চলেছেন পদ্ম নেতারা। মমতার সরকারের বিরুদ্ধে লাগাতার তোপ দাগছেন দিলীপ-সুকান্ত-শমীকরা। এই প্রেক্ষাপটে রাজ্য সরকারের উপর নতুন করে চাপ বাড়াতে ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় বিজেপির তরফে। 

কিন্তু, করম উৎসবের জেরে দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে সেই তারিখই ফের বদলে গেল। ইতমিধ্যেই নবান্ন অভিযানের জন্য ইতিমধ্যেই জেলায় জেলায় প্রচারাভিযান শুরু করে দিয়েছে গেরুয়া ব্রিগেড। বিজেপি নেতাদের একটা বড় অংশের মত প্রচারে সাড়াও মিলছে খুব। তবে, পঞ্চায়েত ভোটের আগে বিজেপির এই বিশালকার প্রতিবাদ কর্মসূচি রাজ্য সরকারের অস্বস্তি বেশ খানিকটা বাড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। 

Next Article
Mamata Banerjee: ১ সেপ্টেম্বর দুপুর ১ টায় অফিস ছুটি? যা বললেন মুখ্যমন্ত্রী…
Violence Against Narkeldanga Pregannat Lady: গর্ভবতীর পেটে লাথি, ‘মুখ্যমন্ত্রীর লজ্জা করে না’, ‘লজ্জিত’ সুকান্ত