‘ইয়াস’ আশঙ্কায় প্রাক-সন্ধেয় অন্ধকার শহরের প্রাণকেন্দ্র ‘এসপ্লানেড’

May 25, 2021 | 10:07 PM

কয়েক দিন আগেই রাজভবনের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। এবার আর কোনও ঝুঁকি নিতে চায়নি কলকাতা পুরসভা।

ইয়াস আশঙ্কায় প্রাক-সন্ধেয় অন্ধকার শহরের প্রাণকেন্দ্র এসপ্লানেড
অন্ধকার এসপ্লানেড চত্বর

Follow Us

কলকাতা: এসপ্লানেড মানেই সন্ধের আলোয় ঝলমল করে ওঠা এক টুকরো কলকাতা। এমন দৃশ্যই দেখে অভ্যস্ত শহরবাসী। তবে সাইক্লোনের (Cyclone Yaas) আগের সন্ধেয় কার্যত আঁধার নামল শহরের সেই প্রাণকেন্দ্রে। যত দূর চোখ যাচ্ছে কোথাও কোনও আলো নেই। শুধু মাত্র গাড়ির হেডলাইট আর সিগন্যালের আলো বুঝিয়ে দিচ্ছে কোনও এক বড় দুর্যোগের আশঙ্কায় প্রহর গুনছে শহরবাসী।

বুধবার সকালেই ল্যান্ডফল হবে সাইক্লোন ইয়াসের। যদিও ওড়িশা উপকূলেই আছড়ে পড়ার সম্ভাবনা বেশি। তবে পশ্চিমবঙ্গেও খুব একটা রেহাই পাবে না। তার আগে মঙ্গলবার থেকেই শহরে শুরু হয়েছে বৃষ্টি। এ দিন সন্ধেতেই এসপ্লানেডে দেখা গেল সেই নজিরবিহীন দৃশ্য। শুধু এসপ্লানেড নয়, পার্ক স্ট্রিট, এসএন ব্যানার্জী রোডের মতো ব্যস্ত এলাকায় রাস্তার সব ‘স্ট্রিটলাইট’নিভিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টিতে তার ছিঁড়ে কেউ বিদ্যুৎস্পৃষ্ট না হন, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর। সিইএসসি ও কলকাতা পুরসভা যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন: এগিয়ে আসছে ‘ইয়াস’, সকাল সাড়ে ৮টা থেকে উড়ান বন্ধ কলকাতা বিমানবন্দরে

কয়েকদিন আগেই রাজভবনের সামনে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। বৃষ্টির জেরে জমে থাকা জলের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে মৃত্যু হয় এক যুবকের। ফরাক্কার বাসিন্দা ঋষভ মণ্ডল বাইক নিয়ে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। আলো বিভাগের ডিজিকে বিভাগীয় তদন্তের নির্দেশও দেন ফিরহাদ হাকিম। এবার আর কোনও ঝুঁকি নিতে চাইছে না পুরসভা। তাই আগেভাগেই আলো নিভিয়ে এই ব্যবস্থা।

শুধু এসপ্লানেড নয়, শহরের বিভিন্ন জায়গায় সাইক্লোনের আগে নানা রকমের সতর্কতা নেওয়া হচ্ছে। হাওড়া ব্রিজে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তার জন্য গার্ড রেল দিয়ে চারপাশ ঘিরে ফেলা হয়েছে। ঝড়ের সময় গাড়ি যাতে ব্রিজে উঠতে না পারে সে দিকে নজর দিয়েছে পুলিশ। কলকাতা পুলিশও জানিয়েছে, ঝড়ের সময় কোনও ফ্লাইওভারে গাড়ি চালানো যাবে না।

Next Article