কলকাতা: খোদ কলকাতায় ক্যাফেতে বিস্ফোরণ। সকাল সাড়ে ১১টা নাগাদ যোধপুর পার্ক এলাকায় একটি ক্যাফেতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে কেঁপে ওঠে গোটা এলাকা। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ক্যাফেটি। শাটার ভেঙে যায়। ক্যাফেরই এক কর্মী আহত হন বলে পুলিশ সূত্রে খবর। বিস্ফোরণের জেরেই জ্বলে ওঠে গোটা ক্যাফে।দমকলের ১ ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। কী থেকে বিস্ফোরণ, তা স্পষ্টভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থাকে লিকেজ হওয়ায় কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, সেটা খতিয়ে দেখছে দমকল এবং পুলিশ।
আশপাশের দোকানিরা জানাচ্ছেন, ক্যাফে সকালে সবেমাত্র খুলেছিল। তখন ক্যাফেতে এক-দু’জনই কর্মী ছিলেন। কোনও কাস্টোমার ছিলেন না। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল, যে আশপাশের দোকানও কেঁপে ওঠে। দ্রুত দৌড়ে এসে তাঁরা দেখেন ভেঙে পড়েছে ক্যাফে। ভিতরে ঝলসে গিয়েছে সব। ভিতরে আটকে পড়েছিলেন এক কর্মী। দ্রুত তাঁকে উদ্ধারের চেষ্টা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ-দমকল। আহতকে উদ্ধার করা হয়। তবে কী থেকে বিস্ফোরণ, তা নিয়েই ধন্দ রয়েছে।