কলকাতা: নিম্নচাপের প্রভাবে বিগত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে বাংলায়। তবে সোমবার থেকে কমেছে সেই বৃষ্টির দাপট। কিন্তু বর্ষার বিরতির ছবি খানিকটা সাময়িক। কারণ রবিবার থেকে আবার বৃষ্টির বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এই সবের মধ্যেই আলিপুর আবহওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, আর কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা, হাওড়া,দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে খবর পাওয়া যাচ্ছে।
হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণাবর্ত ও জোড়া অক্ষরেখার প্রভাবে বৃষ্টি বাড়তে চলেছে বাংলায়। জানা যাচ্ছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা আপাতত বাংলায়। এই অক্ষরেখা গঙ্গানগর রোহতক চুরু আসানসোল ও কাঁথির ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অপরদিকে,পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে যেটি রাজস্থানের নিম্নচাপ ও উত্তর প্রদেশের উপর থেকে বিহার পর্যন্ত বিস্তৃত। অসমের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
বুধবার ছয় জেলার কিছু অংশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি,পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। শনি ও রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। সপ্তাহন্তে ও পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।