Kurmi Protest: রবির সকাল থেকে দফায় দফায় পথ-রেল অবরোধ, আরও ঝাঁঝ বাড়ল কুড়মি আন্দোলনের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Apr 09, 2023 | 8:40 AM

Kurmi Protest: কাটছে না জট, রবির সকাল থেকে আরও ঝাঁঝ বাড়ল কুড়মি আন্দোলনের। কুড়মি আন্দোলনের জেরে ৯ থেকে আগামী ১১ এপ্রিল খড়গপুর আদ্রা ও খড়গপুর টাটা লাইনে ১১৭টি ট্রেন বাতিলের ঘোষণা হয়েছে।

Kurmi Protest: রবির সকাল থেকে দফায় দফায় পথ-রেল অবরোধ, আরও ঝাঁঝ বাড়ল কুড়মি আন্দোলনের
রেলপথে কুড়মিরা

Follow Us

কলকাতা: কিছুতেই কাটছে না জট। আরও জোরালো হচ্ছে কুড়মি আন্দোলন (Kurmi Movement)। লাগাতার রেল অবরোধে উদ্বেগ বাড়ছে গোটা রাজ্যজুড়েই। রবিবার কুড়মিদের আন্দোলন পঞ্চম দিনে পড়ল। কিন্তু, এখনও বের হল না কোনও সমাধান সূত্রই। দাবি আদায় না হলে অনির্দিষ্টকাল ধরে আন্দোলন চালিয়ে যাওবার হুঁশিয়ারি দিয়ে রেখেছে কুড়মি সমাজ। শনিবার কুড়মি সমাজের রেল অবরোধ (Rail blockade) তোলা নিয়ে প্রশাসনিক বৈঠক হলেও কোনও সমাধান সূত্রই বের হয়নি। রবিবার নতুন করে একাধিক জায়গায় রেল অবরোধ শুরু হচ্ছে। রবিবার সকাল থেকে একাধিক জায়গায় জাতীয় সড়ক ও রেল লাইন ধরে বিক্ষোভ মিছিল হয়।

অন্যদিকে কুড়মি আন্দোলনের জট কাটাতে ইতিমধ্যেই রাজ্যকে চিঠি দিয়েছে রেল। তাতেই সাফ লেখা হয়েছে, আন্দোলনকারীরা যদি তাঁদের অবরোধ না তোলেন তাহলে এবার রেলের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে। রাজ্য সরকার যাতে জিআরপি এবং রাজ্য পুলিশের মাধ্যমে এই অবরোধ তোলার ব্যবস্থা করে, সেই আবেদন জানানো হয়েছে রেলের তরফে। প্রয়োজনে আরপিএফ-ও সাহায্য করবে বলে জানানো হয়েছে। পাল্টা চিঠিও রাজ্যের তরফে পাঠানো হয়েছে রেলকে। সূত্রের খবর, শনিবার বিকেলে রাজ্যের তরফে জবাবি চিঠিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের তরফে যা যা পদক্ষেপ করার ছিল, তা করা হয়ে গিয়েছে। এবার রেল নিজেদের তরফ থেকে কড়া ব্যবস্থা নিতে পারে।

এদিকে রেলের চিঠির পর শনিবার রাতে বৈঠকে বসেন প্রশাসনের কর্তারা। পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসকের দফতরে কুড়মি আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে ছিলেন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার কড়মি নেতৃত্ব। কিন্তু, সেই বৈঠকেও বের হয়নি কোনও রফাসূত্র। মাশুলিতে কুড়মি আন্দোলনের জেরে ৯ থেকে আগামী ১১ এপ্রিল খড়গপুর আদ্রা ও খড়গপুর টাটা লাইনে ১১৭টি ট্রেন বাতিলের ঘোষণা হয়েছে। গত ৫ এপ্রিল থেকে চলছে এই আন্দোলন। আন্দোলন নিয়ে আগেই সরব হতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। টুইটও করেছেন।

চারদিন ধরে পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনেও চলছে রেল অবরোধ। রবিবার থেকে পুরুলিয়ার কোটশিলা স্টেশনেও অবরোধের ডাক আগেই দেওয়া হয়েছে। অবিলম্বে সিআরআই রিপোর্ট পরিমার্জন করে কুড়মীদের তপশিলি উপজাতির তকমা দেবার দাবিতে এই রেল অবরোধ চালিয়ে যাচ্ছে আদিবাসী কর্মী সমাজ-সহ কুড়মিদের একাধিক সংগঠন। সঙ্গে রয়েছে আরও একাধিক দাবি। আন্দোলনকারীরা সাফ জানাচ্ছেন, আদিবাসী কুড়মি জাতিকে তফশিলি উপজাতির তালিকাভুক্ত করা ছাড়াও সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা-সহ রাজ্য সরকারের সিআরআই (কালচারাল রিসার্চ ইনস্টিটিউট) রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে পাঠাতে দাবি। আন্দোলনের জেরে শনিবার বাতিল হয়ে যায় একগুচ্ছ দূরপাল্লার ট্রেন। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, শনিবার প্রাথমিকভাবে বাতিল করা হয় ৭২ টি দূরপাল্লার ট্রেনকে। একাধিক ট্রেনকে চালানো হয় ঘুরপথে।

Next Article