মহেশতলা: বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল। কিন্তু আর বাড়ি ফেরা হল না। পুকুরে ডুবে মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার। সোমবার ঘটনাটি ঘটেছে কলকাতার মহেশতলায় সারেঙ্গাবাদ স্কুলের পাশে। মৃত যুবকের নাম আদিত্য রাই। বয়স মাত্র ১৮ বছর। সারেঙ্গাবাদ এলাকায় সরকারি কোয়ার্টারেই থাকত ওই কলেজ পড়ুয়া। প্রতিদিনই ফুটবল খেলে পুকুরে যেত আদিত্য। আজও গিয়েছিল। আর সেটাই যেন কাল হল। পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল আদিত্য। পুকুরে তলিয়ে যাওয়ার প্রায় ঘণ্টা দু’য়েক পরে তাঁর প্রাণহীন দেহ উদ্ধার হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যাচ্ছে, সারেঙ্গাবাদ স্কুলের মাঠে প্রতিদিনই ফুটবল খেলতে আদিত্য। আর খেলা শেষে পুকুরে স্নান। এটাই ছিল রোজকার রুটিন। খেলা শেষে হাত-পা ধুয়ে পুকুরে স্নান করে বাড়ি ফিরত। আজও সেই মতো বন্ধুদের সঙ্গে পুকুরে নেমেছিল। কিন্তু এরই মধ্যে অঘটন। অসাবধানতাবশত পুকুরে তলিয়ে যায় সারেঙ্গাবাদ সরকারি কোয়ার্টারের বাসিন্দা ওই যুবক। সঙ্গে সঙ্গে তাঁর বন্ধুরা আশপাশের লোকজনকে খবর দেয়। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু হয়। খবর দেওয়া হয় মহেশতলা থানাতেও। ঘটনাস্থলে গিয়ে পৌঁছন পুলিশকর্মীরাও।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই যুবক স্নান করতে নেমে পুকুর পাড়ে পা পিছলে জলে পড়ে যায়। তাতেই এই অঘটন ঘটে যায়। দীর্ঘক্ষণ ধরে পুকুরে খোঁজাখুঁজি চলে। শেষ পর্যন্ত প্রায় দু’ঘণ্টা পর পুকুর থেকে ওই যুবকের নিথর দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে। কিন্তু সেখানকার কর্তৃব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।