কলকাতা: রাজ্যের ১২টি বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারকে ফের বৈঠকের জন্য ডাকল রাজ্য সরকার। আগামী বুধবার (৪ অক্টোবর) ১২টি বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারকে পূর্ত ভবনে বৈঠকের জন্য ডেকে পাঠাল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। জানা যাচ্ছে, এইচআরএমএস নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির আধিকারিক, অধ্যাপক কিংবা অন্যান্য কর্মীদের বেতন দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কোষাগার থেকে। কিন্তু এবার সেই ব্যবস্থায় বদল আনতে চাইছে রাজ্য।
এবার থেকে বিশ্ববিদ্যালয়ের কোষাগারের বদলে সরাসরি দফতর থেকেই অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিক-কর্মীদের বেতন দিতে চাইছে রাজ্য। আর সেই বিষয়টি দ্রুত বাস্তবায়নও করতে চাইছে। সেই সূত্র ধরেই আগামী বুধবার বিশ্ববিদ্যালয়গুলির ফিনান্স অফিসারদের সঙ্গে এই বৈঠক বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন দেওয়া ট্রেজারির মাধ্যমে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কর্মী ও অন্যান্য আধিকারিকদের জন্য নিয়ম কিছুটা ব্যতিক্রমী। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কোষাগার থেকেই বিশ্ববিদ্যালয়ের কর্মী-আধিকারিক ও অধ্যাপকদের বেতন দেওয়া হয়ে থাকে। আর এই নিয়ম বদলে ফেলতে চাইছে রাজ্য সরকার। সরাসরি দফতর থেকেই বিশ্ববিদ্যালয়ের কর্মী-আধিকারিক ও অধ্যাপকদের বেতন দেওয়ার ভাবনা রয়েছে রাজ্যের।
এর আগেও গত মাসে একাধিক বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারদের সঙ্গে বৈঠক করেছে রাজ্য সরকার। আর এবার ফের একবার ১২টি বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারদের সঙ্গে আলোচনায় বসতে চাইছে রাজ্য। এই মর্মে চিঠিও গিয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে। কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, সংস্কৃত বিশ্ববিদ্যালয়, বাবাসাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, হিন্দি বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রাম রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় ও আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।