Body Recovered: ফালা ফালা গলার নলি, রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক

Ranjit Dhar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 09, 2024 | 9:18 AM

Body Recovered: আনুমানিক বিকাল ৩:৪০ নাগাদ শিকেরবাগানে রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। গলায়ও ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল। তাঁরাই যুবককে তড়িঘড়ি ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়

Body Recovered: ফালা ফালা গলার নলি, রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক
পড়শিদের ভিড় এলাকায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা:  নারায়ণপুর থানার শিখের বাগানে গলাকাটা রক্তাক্ত অবস্থায় যুবক উদ্ধার।  আশঙ্কাজনক অবস্থায় যুবককে নিয়ে যাওয়া হয় ভিআইপি রোডের ধারে বেসরকারি নার্সিংহোমে। সেখানেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।  পুলিশ সূত্র মারফত খবর, বছর একত্রিশের যুবক মোহাম্মদ শাহিদ রাজারহাটের রাইগাছির বাসিন্দা।  প্রত্যেক দিনের মতোই শুক্রবারও শিকেরবাগানে কাজের জন্য কারখানায় এসেছিলেন।

পুলিশ সূত্র মারফত খবর, আনুমানিক বিকাল ৩:৪০ নাগাদ শিকেরবাগানে রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। গলায়ও ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল। তাঁরাই যুবককে তড়িঘড়ি ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থা অবনতি হলে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে মারফত খবর, অবস্থা আশঙ্কাজনক।

তবে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, মানসিক অবসাদের কারণে ব্লেড দিয়ে নিজেই গলা ও ঘাড়ে আঘাত করেন। আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। তবে সমস্ত ঘটনার তদন্তে নেমেছে বিধান নগর কমিশনারেটের নারায়নপুর থানার পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ।

Next Article