কলকাতা: শিরোনামে কলকাতার বউবাজারের উদয়ন হস্টেল। চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন করা হয়েছে হস্টেলের ভিতরে, এমনই অভিযোগ সামনে এসেছে। ইরশাদ নামে ওই যুবকের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য এসেছে পুলিশের হাতে। অভিযোগ, শুক্রবার বেশ কিছুক্ষণ পুলিশকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। সকাল ৮টা ৪৫ মিনিট থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, মুছে ফেলা হয়েছে সিসিটিভি ফুটেজও।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার আগে প্রাথমিক তদন্ত করছে পুলিশ। হস্টেলের আবাসিকদের জিজ্ঞাসাবাদও করে পুলিশ। পুলিশের অনুমান, ঘটনাটি ঘটেছে সকাল ৮ টা ৪৫ মিনিট থেকে সকাল সাড়ে ১০ টা-র মধ্যে। পুলিশকে দেখে ভিতর থেকে কেউ কেউ দরজা খুলতে রাজি হয়নি বলেও অভিযোগ। এমনকী পুলিশ বারবার সতর্ক করার পরও ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ সাড়ে ১০ টা নাগাদ হোস্টেলে ঢুকতে সক্ষম হয়।
পৌনে ৯ টায় ওই যুবককে টেনে হস্টেলের ভিতর ঢোকানো হয়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিট থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত সিসিটিভি ফুটেজ ডিলিট করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মোট ৬জন এই ঘটনায় জড়িত ছিল। ইরশাদ নামে ওই যুবককে ব্যাট দিয়ে আঘাত করার ফলেই এই ঘটনা ঘটেছে বলেও মনে করছে পুলিশ। ব্যাট দিয়ে মেরে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়েছিল বলেই কি মৃত্যু? খতিয়ে দেখছে পুলিশ।
ইতিমধ্যেই এই ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাঁদের আদালতে পেশ করা হয়। ৩০২ অর্থাৎ খুনের মামলা, ৩৬৫ অর্থাৎ অপহরণ,
১২০ বি অর্থাৎ সম্মিলিত ষড়যন্ত্রের ধারায় হয়েছে মামলা।