School: স্কুল আটকে কেন্দ্রীয় বাহিনী, পড়তে চেয়ে রাস্তায় নামলেন শিক্ষক থেকে পড়ুয়ারা

Satyajit Mondal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 29, 2024 | 1:54 PM

School: শনিবার বাসন্তী হাইওয়ের বামনঘাটায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শুধু তাই নয়, শিক্ষক-শিক্ষিকারাও যোগ দিয়েছেন এই বিক্ষোভে। তাঁদের দাবি, ভাঙড় মহাবিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা বাতিল হয়েছে।

School: স্কুল আটকে কেন্দ্রীয় বাহিনী, পড়তে চেয়ে রাস্তায় নামলেন শিক্ষক থেকে পড়ুয়ারা
পথে নামল পড়ুয়ারা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ভাঙড়: ভোট মিটেছে প্রায় এক মাস হতে চলল। কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী ২৬ জুন পর্যন্ত মোতায়েন থাকার কথা ছিল কেন্দ্রীয় বাহিনীর। তবে আজ তিনদিন হয়ে যাওয়ার পরও স্কুলে রয়েছেন জওয়ানরা। যার জেরে ক্লাস করতে চরম অসুবিধা হচ্ছে পড়ুয়াদের। আর তাই আজ স্কুল খোলার দাবিতে ভাঙড়ের সর্বত্র চলছে বিক্ষোভ।

শনিবার বাসন্তী হাইওয়ের বামনঘাটায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শুধু তাই নয়, শিক্ষক-শিক্ষিকারাও যোগ দিয়েছেন এই বিক্ষোভে। তাঁদের দাবি, ভাঙড় মহাবিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা বাতিল হয়েছে। জওয়ানরা থাকায় ক্লাস করতেও অসুবিধা হচ্ছে। প্রধান শিক্ষক মানস হালদার বলেন, “দেড় মাস গরমের ছুটির পর স্কুল খুলেছে। ভোট মিটেছে একমাস হল। তারপরও বাহিনীর জওয়ানরা স্কুলে রয়েছে। প্রায় আড়াই মাস ধরে ছাত্রীদের ঠিক মতো পড়াতে পারছি না। সমস্যা হচ্ছে। শিক্ষার অধিকার সকলের রয়েছে। অথচ আমরা বাচ্চাদের পড়াতে পারছি না। আমাদের দাবি সেনাবাহিনী থাকুক। কিন্তু অন্য কোথাও বিকল্প ব্যবস্থা করার হোক।”

এ দিকে, বিক্ষোভের জেরে শুরু হয়েছে ব্যাপক যানজট। ঘটনাস্থলে পৌঁছন কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের। এক ছাত্র বলে, “কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকার জন্য আমরা ঠিকঠাক ভাবে ক্লাস করতে পারছি না। একটা ছোট বিল্ডিংয়ে ক্লাস হচ্ছে। এত পড়াশোনার ক্ষতি হচ্ছে। স্যররা পড়াতে পারছেন না।”

Next Article