Bidhannagar: সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১

Ranjit Dhar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 29, 2024 | 1:08 PM

Bidhannagar: পুলিশ সূত্রে খবর, তিলজলা এলাকার এক বাসিন্দা এপ্রিল মাসে পুলিশকে জানান যে তাঁকে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রলোভন দেখানো হয়। মহম্মদ শামীম হায়দার নামে এক ব্যক্তি এই কাজ করেন। টেন্ডার পাওয়ার জন্য ওই ব্যক্তির কাছ থেকে ষাট শতাংশ টাকাও নেয় শামীম বলে খবর।

Bidhannagar: সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১
গ্রেফতার যুবক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বিধাননগর: সরকারি দফতরের টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। লক্ষাধিক টাকার প্রতারণা। ঘটনায় গ্রেফতার একজন। অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, তিলজলা এলাকার এক বাসিন্দা এপ্রিল মাসে পুলিশকে জানান যে তাঁকে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রলোভন দেখানো হয়। মহম্মদ শামীম হায়দার নামে এক ব্যক্তি এই কাজ করেন। টেন্ডার পাওয়ার জন্য ওই ব্যক্তির কাছ থেকে ষাট শতাংশ টাকাও নেয় শামীম বলে খবর।

এরপর ওই ব্যক্তি অভিযুক্তর কথা মতো তাঁকে তিন লক্ষ টাকা দেন। কিন্তু টেন্ডার আর পাওয়া হয়নি। তখনই তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। এরপর বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতে শুক্রবার বিধাননগর দক্ষিণ থানার পুলিশ গ্রেফতার করে। অভিযুক্তকে আজ বিধাননগর আদালতে তোলা হলে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। সম্প্রতি, নবান্নের সভাঘরে পুরপ্রশাসকদের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তিনি ঘোষণা করেছিলেন কোনও টেন্ডার এবার আর স্থানীয়স্তরে হবে না। এবার থেকে যা টেন্ডার হবে, তা রাজ্যস্তর থেকেই সিদ্ধান্ত হবে। মূলত, টেন্ডারের বরাত নিয়ে দুর্নীতি রুখতেই এই সিদ্ধান্ত নেন মমতা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Next Article