কলকাতা: চাকরি সমস্যার সব দায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপর চাপালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূল নেতা কুণাল ঘোষ। ইচ্ছে করেই জট তৈরি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনই অভিযোগ করেছেন তাঁরা। তৃণমূল দুই নেতার আরও অভিযোগ, চাকরিপ্রার্থীদের রাস্তায় ফেলে তিনি রাজনৈতিক ক্যারিয়ার সেট করতে চলে গিয়েছেন।
বস্তুত, সোমবার এসএলএসটি চাকরি প্রার্থীদের বৈঠকে বসেছিলেন ব্রাত্য-কুণাল। বৈঠকের পর সাংবাদিকদের জানানো হয়, সমস্যা সমাধানের ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছে। কুণাল ঘোষ বলেন, “এসএলএসটি নবম-দ্বাদশ শ্রেণির এই জটটা বিকট হয়েছিল। কারোর ভুলেই তৈরি হয়েছিল। যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি ছিলেন তিনি তা সমাধানের বদলে জটিলতা তৈরি করেছেন। ইচ্ছা করলেই সবুজ সঙ্কেত দিতে পারতেন। কিন্তু সে সব না করে সিবিআই ডাকতে গিয়ে এমন সব লিখে গিয়েছেন আইনি জটে সবটা জড়িয়ে গিয়েছে। এরপর মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ব্রাত্য বসু জট খোলার উদ্যোগ নিয়েছে।”
বস্তুত, এর আগে কুণাল ঘোষের সঙ্গে চাকরিপ্রার্থীদের একাংশের বৈঠক হয়েছিল। ১ ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু এই নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। এরপর গতকাল ফের চাকরি প্রার্থীদের বৈঠক করেন তাঁরা।