Mid Day Meal: মিড ডে মিলের কাজে খুশি কেন্দ্র! ২০০০ কোটি পেল রাজ্য

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 15, 2023 | 10:39 PM

Mid Day Meal: ব্রাত্য জানিয়েছেন, পিএম পোষণ প্রকল্পের একটি বৈঠক ছিল দিল্লিতে। সেখানে এ রাজ্যের তরফে মিড ডে মিলের প্রকল্পের বিষয়টি তুলে ধরা হয়।

Mid Day Meal: মিড ডে মিলের কাজে খুশি কেন্দ্র! ২০০০ কোটি পেল রাজ্য
ব্রাত্য বসু

Follow Us

কলকাতা: মিড ডে মিল নিয়ে সম্প্রতি বিতর্ক হয়েছে অনেক। রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসার পর কেন্দ্রের প্রতিনিধি দলও এসেছিল রাজ্যে। এরই মধ্যে সেই মিড ডে মিলের প্রজেক্টের জন্য রাজ্যকে ২০০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য ওই টাকা বরাদ্দ করা হয়েছে। সোমবার টুইট করে এই প্রাপ্তির কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছে রাজ্য সরকার। এই অভিযোগে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে শিক্ষা দফতরের এই প্রাপ্তির পর মন্ত্রী ব্রাত্য বসুর দাবি, সব অভিযোগ আসলে রাজনৈতিক অপপ্রচার ছাড়া কিছুই নয়। কেন্দ্র এই ক্ষেত্রে রাজ্যের কাজে খুশি বলেই মন্তব্য করেছেন ব্রাত্য বসু।

ব্রাত্য জানিয়েছেন, পিএম পোষণ প্রকল্পের একটি বৈঠক ছিল দিল্লিতে। সেখানে এ রাজ্যের তরফে মিড ডে মিলের প্রকল্পের বিষয়টি তুলে ধরা হয়। সেই প্রেজেন্টেশন দেখে খুশি কেন্দ্র। রাজ্যের প্রকল্পের প্রশংসা করা হয়েছে বলেও দাবি করেছেন মন্ত্রী।

রাজ্যের বিভিন্ন প্রান্তে মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছিল। তার জেরেই এরাজ্যে এসেছিলেন কেন্দ্রের প্রতিনিধি দল। একাধিক স্কুল ঘুরে দেখে রিপোর্ট পেশ করেন তাঁরা। সমস্ত সরকারি নির্দেশিকা সঠিকভাবে মানা হচ্ছে কি না, রান্নাঘর এবং স্কুলের পরিকাঠামো ঠিক রয়েছে কি না, সবটাই খতিয়ে দেখে এই কেন্দ্রীয় টিম।

উল্লেখ্য, সোমবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় দাবি করেন, কেন্দ্র এ রাজ্যের ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছেন। তবে মিড ডে মিলের জন্য ২০০০ কোটি বরাদ্দ করার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Next Article