কলকাতা: উপাচার্য নিয়োগে রাজ্য-রাজভবনের সংঘাত অব্যাহত। রাজ্য শিক্ষা দফতরকে না জানিয়েই অন্তবর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। এই অভিযোগ তুলে বারংবার সরব হয়েছে রাজ্য তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরপর শনিবার অন্তবর্তীকালীন উপাচার্যদের অনুপ্রবেশকারী বলে কটাক্ষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।
এ দিন শিক্ষামন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আচার্য সি ভি আনন্দ বোস অন্তবর্তী উপাচার্য হিসাবে যাঁদের নিয়োগ করেছেন সেটা বেআইনি। আমাদের এখানে শিক্ষা সম্মেলন করেছে সিআইএ। আমাদের দফতরের সঙ্গে কোলাবরেশন ছিল। ফলত, বৈধ অনুমোদনক্রমে যাঁরা পদাধিকারী রয়েছেন তাঁদেরই তো ডাকব। আমার মনে হয় না অনুপ্রবেশকারীদের এখানে ডাকার প্রয়োজনীয়তা আছে।”
উল্লেখ্য, রাজ্য়ে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা সম্মেলন। তবে দেখা গেল সরকারি বিশ্ববিদ্যালয়ের কোনও উপাচার্য এখানে উপস্থিত নেই। অন্যন্য বছরগুলিতে দেখা যায় এই ধরনের অনুষ্ঠানে আলো করে বসে থাকেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। সূত্র মারফত জানা গিয়েছে, আমন্ত্রণ পত্র কোনও সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পাঠানো হয়নি। এ দিন, শিক্ষামন্ত্রী অন্তবর্তী উপাচার্যদের ‘অনুপ্রবেশকারী’ বলে বোঝাতে চেয়েছেন তাঁরা বৈধ উপাচার্য নয়। তাই তাঁদের এ ধরনের সরকারি অনুষ্ঠানে আসার কোনও এক্তিয়ার নেই।