AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Live: SIR-এ হিংসা! আবেদনে গুরুত্ব দিল না সুপ্রিম কোর্ট

| Updated on: Jan 13, 2026 | 11:49 AM
Share

Breaking News in Bengali Live Updates: ভোট এগিয়ে আসতেই রাজনৈতিক তরজা বাড়ছে, বাড়ছে প্রচার মিছিল-সভার বহর। জেলায় জেলায় যাচ্ছে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। এরই মধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারীও একটি মামলা করেছেন। অন্যদিকে, সব মহলের নজর রয়েছে ইডি বনাম তৃণমূল মামলার দিকে।

West Bengal News Today Live: SIR-এ হিংসা! আবেদনে গুরুত্ব দিল না সুপ্রিম কোর্ট

LIVE NEWS & UPDATES

  • 13 Jan 2026 11:49 AM (IST)

    সিবিআই তদন্ত চেয়ে শুভেন্দুর মামলা হাইকোর্টে

    • চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ।
    • সিবিআই তদন্ত চেয়ে মামলা হাইকোর্টে।
    • বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করলেন শুভেন্দুর আইনজীবী।
    • মামলা দায়েরের অনুমতি বিচারপতি ঘোষের।
  • 13 Jan 2026 11:48 AM (IST)

    নবান্নের কাছে ধর্নায় বসতে চায় বিজেপি

    • IPAC-এ তল্লাশির সময় ফাইল চুরির অভিযোগ নিয়ে সরব বিজেপি।
    • নবান্নের কাছে ধর্নায় বসতে চায় বিজেপি।
    • বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ করল রাজ্যের বিরোধী দল।
    • মামলা দায়েরের অনুমতি দিল আদালত।
  • 13 Jan 2026 11:47 AM (IST)

    SIR-এ হিংসার আবেদন শুনল না সুপ্রিম কোর্ট

    • আজ বিহার এসআইআর সংক্রান্ত শুনানির সময় বাংলার SIR-এ হিংসার ঘটনারও শুনানি করার জন্য প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন।
    • আবেদনের গুরুত্ব দিলেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
    • বাংলার এসআইআরে সাম্প্রতিক সময়ে ৬টি হিংসার ঘটনার প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতির বেঞ্চে মেনশন করেন এক আইনজীবী। আবেদন করা হয় আজ এসআইআরের মূল মামলার সঙ্গে এই হিংসার মামলা যেন শোনা হয়।
    • প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন- “কপিল সিব্বলের আবেদনের ভিত্তিতে বাংলার মামলা আমরা গতকাল শুনেছি। নোটিস ইস্যু করা হয়েছে ইতিমধ্যেই। আগামী সোমবার মামলার শুনানি হবে।”

এসআইআর প্রক্রিয়া এগিয়ে গিয়েছে অনেকটাই। শুনানি পর্বও এগিয়েছে অনেকটাই। ইতিমধ্যেই তৃণমূলের করা মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। এবার আরও একটি আবেদন। এসআইআর-এ হিংসার অভিযোগ তুলে আবেদন হয়েছে শীর্ষ আদালতে। এদিকে, নবান্নের বাইরে বিক্ষোভ প্রদর্শন করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি।

Published On - Jan 13,2026 11:34 AM