কলকাতা: আজ গৌড়বঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইটাহারে রয়েছে রোড শো। তপনে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ। অন্যদিকে এদিনই আবার মতুয়াগড়ে যাচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুরে বনগাঁয় রয়েছে পরিবর্তন সংকল্প যাত্রা। তারপরই হবে সভা। অন্যদিকে বারাবনিতে পরিবর্তন সংকল্প যাত্রায় থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। হাওড়ায় থাকছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
07 Jan 2026 06:18 PM (IST)
রাজ্যের পদাধিকারীদের নাম ঘোষণা করল বঙ্গ বিজেপি
মাস ছয়েক আগে রাজ্য বিজেপির ব্যাটন ধরেছেন। বঙ্গ বিজেপির সভাপতি হয়েই দলে নতুন-পুরনোদের সমান গুরুত্ব দেওয়ার বার্তা দেন তিনি। সেই শমীক ভট্টাচার্যর জমানায় বিজেপির রাজ্য পদাধিকারীদের নাম ঘোষণা হল বুধবার।
পদাধিকারীদের তালিকাতে নতুন-পুরনো ভারসাম্য রাখার চেষ্টা করল বঙ্গ বিজেপি। কেউ কেউ পদ হারালেন। আবার তৃণমূল থেকে বিজেপিতে আসা তাপস রায়ের মতো নেতা পদাধিকারী হলেন।
বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে কাদের গুরুত্ব বাড়ল? বঙ্গ বিজেপির এক ব্যক্তি এক পদের নীতি কতটা কার্যকর হল নতুন পদাধিকারীদের তালিকায়?
কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন মৌসম বেনজির নূর। আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন বলে জল্পনা বাড়ছে। কংগ্রেসে ফিরে কোনও আসনে প্রার্থী হতে পারেন তিনি?
রাজনৈতিক মহলের জল্পনা, উত্তর মালদহের মালতীপুর কিংবা রতুয়া বিধানসভা থেকে দাঁড়াতে পারেন মৌসম।
সূত্রের খবর, মালতীপুরকেই পছন্দের প্রথম সারিতে রাখা হচ্ছে। কারণ মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। যিনি তৃণমূলের মালদহ জেলা সভাপতি। শুধু তাই নয়, মৌসম তৃণমূলে থাকাকালীন দু’জনের অবস্থান ছিল দুই বিপরীত মেরুতে।
এদিন প্রায় ৫০০ থেকে ৬০০ আশাকর্মী জড়ো হন স্বাস্থ্যভবনের সামনে। পুলিশের সঙ্গেও ব্য়াপক ধস্তাধস্তি হয়। ব্যারিকেড ভেঙেও এগোনোর চেষ্টা করেন বেশ কিছু আন্দোলনকারী।
07 Jan 2026 01:10 PM (IST)
জয় শ্রী রাম বলায়, জয় বাংলা বলানো: সুকান্ত
আদিবাসীকে জয় শ্রী রাম বলায়, জয় বাংলা বলানো হয়েছে। আসানসোল হিন্দুত্বের মাটি, ল্যান্ড জেহাদ, মুসলিম তোষণ করা হচ্ছে: সুকান্ত
আসানসোলের হিন্দুদের জমি জোর করে কিনছে মন্ত্রীর ঘনিষ্ঠরা। এটা ল্যান্ড জেহাদ: সুকান্ত
আসানসোলের রাস্তা দখল করছে মুসলিম ব্যবসায়ীরা। মন্ত্রীর লোকরা করছে এসব: সুকান্ত
সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য দখল সরকারি জমি উদ্ধার করছে না: সুকান্ত
07 Jan 2026 01:07 PM (IST)
মলয়কে বিঁধলেন সুকান্ত
আসানসোলে সংকল্প যাত্রায় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আসানসোলে দাঁড়িয়ে তিনি শাসকদলের বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটককে বিঁধলেন।
এই রেলপাড় অঞ্চল বর্তমানে ড্রাগ মাফিয়াদের অধীনে চলে গিয়েছে। ড্রাগ মাফিয়াদের দৌরাত্ম্যে যুব সমাজে অধিকাংশ নেশাগ্রস্ত হয়ে পড়ছেন। এখানকার বিধায়ক মলয় ঘটক, যিনি রাজ্যের মন্ত্রী, তিনি এতদিন ধরে বিধায়ক রয়েছেন, মন্ত্রী রয়েছেন, তাঁকে প্রশ্ন করতে চাই, কীভাবে তাঁর বিধানসভা এলাকাতে ড্রাগ র্যাকেট চলছে।: সুকান্ত
মন্ত্রী কি জানেন না? নাকি পুলিশের মাধ্যমে ড্রাগ মাফিয়াদের পয়সার ভাগ মন্ত্রী বা তাঁর ভাইয়ের কাছে পৌঁছছে। হাতির দু’ধরনের দাঁত রয়েছে, একটা খাওয়ার, একটা দেখানোর: সুকান্ত
মন্ত্রী মলয় ঘটকেরও দুটো মুখ রয়েছে। একটি মন্ত্রীর নিজস্ব, আরেকটি ভাই অভিজিৎ ঘটকের মুখ। খাওয়ার জন্য তিনি অভিজিৎ ঘটকের মুখটাই ব্যবহার করেন বলে আসানসোলের মানুষের অভিযোগ। আসানসোলের পার্কিং প্লাজা কর্মিশিয়াল কমপ্লেক্সে রূপান্তরিত করেছেন আসানসোল কর্পোরেশন। রাস্তায় পার্কিং হচ্ছে: সুকান্ত
07 Jan 2026 11:28 AM (IST)
মালদহে বিএলও-র মৃত্যু, অতিরিক্ত কাজের চাপের অভিযোগ পরিবারের
এবার মালদহে মৃত্যু হল এক বিএলও-র। মৃতার নাম সম্পৃতা চৌধুরী সান্যাল (৪৮)। মালদহের ইংরেজবাজার পৌরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকার ঘটনা।
পেশায় আইসিডিএস কর্মী ছিলেন ওই বিএলও। ইংরেজবাজার পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথে বিএলও-র দায়িত্বে ছিলেন। বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়।
মৃতার স্বামীর অভিযোগ, প্রচণ্ড কাজের চাপ ছিল। তার মধ্যে তীব্র শীত। অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী। ডাক্তার বিশ্রাম নিতে বললে কাজের চাপে বিশ্রাম নিতে পারেননি। তার জেরেই ওই বিএলও-র মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ।
বিএলও-র মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপারউতোর শুরু হয়েছে।
কলকাতা থেকে হেলিকপ্টারেই ইটাহার যাওয়ার কথা অভিষেকের। ইটাহারে রোড শোয়ের পরে এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন বালুরঘাটে।
বালুরঘাটের কর্মসূচির পর তপনে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করবেন। সন্ধ্যায় উত্তরবঙ্গের বিধায়কদের সঙ্গে বৈঠক। বৃহস্পতিবার আবার মালদহে জনসভা রয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের।