West Bengal News Today Live: মেসিকে দেখতে না পেয়ে তুমুল বিক্ষোভ, মাঝপথ থেকে ফিরে গিয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Breaking News in Bengali Live Updates: একদিকে লিওনেল মেসি জ্বরে কাবু কলকাতা। আবার শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলায় অন্যতম সাক্ষীর গাড়িতে লরির ধাক্কা মারার ঘটনায় রহুল কদ্দুস শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে ঘটনার ঘনঘটা। সেইসব ঘটনাই লাইভ নিউজের মাধ্যমে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস। জেনে নিন আজ রাজ্যের খুঁটিনাটি খবর।

LIVE NEWS & UPDATES
-
আয়োজককে গ্রেফতার করতে হবে: রাজ্যপাল
এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আয়োজকদের দ্রুত গ্রেফতার করার পক্ষে সওয়াল করেছেন তিনি। এদিন তিনি বলেন, ‘আয়োজককে এখনই গ্রেফতার করতে হবে। যারা কষ্টের উপার্জন দিয়ে হাজার হাজার টাকার টিকিট কেটেছিলেন তাঁদের টাকাও ফেরত দিতে হবে। পাশাপাশি ক্রীড়াঙ্গনের যে ক্ষতি হল, সেটির ক্ষতিপূরণও দিতে হবে আয়োজক সংস্থাকে।’
-
যুবভারতী স্টেডিয়ামের ভিতর সোফায় আগুন লাগাল বিক্ষোভকারীরা

- লিওনেল মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে বিক্ষোভ।
- স্টেডিয়ামের ভিতর ভাঙচুর চলে।
- স্টেডিয়ামের ভিতর সোফায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ তৎপরতার সঙ্গে আগুন নেভায়।
-
-
কেন কলকাতাকে লজ্জিত হতে হল? প্রশ্ন তুললেন কুণাল
- কুণাল ঘোষ প্রশ্ন তুললেন, “কেন মেসিকে ঘিরে থাকল হ্যাংলামির ভিড়? কেন স্টেডিয়াম পরিক্রমার সময় মেসিকে একা এগিয়ে রাখা হল না? কেন গ্যালারির দর্শকদের বঞ্চিত করা হল?”
- কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় বলেন, “অপদার্থ আয়োজক কেন ন্যূনতম পরিকল্পনার ছাপ রাখল না? শুধু টাকা? শুধু ব্যবসা? এই আয়োজক আর কিছু হ্যাংলার জন্য সবাই বঞ্চিত হল।”
- কুণাল আরও উল্লেখ করেছেন, ২০১১-তে এই যুবভারতীতেই খেলেছিলেন মেসি। কর্নার ফ্ল্যাগের পাশে বসে খেলা দেখেছিলেন তিনি। কোনও বাড়াবাড়ি সেদিন হয়নি।
-
তদন্ত কমিটি তৈরির নির্দেশ মমতার
- রাস্তা থেকেই ফিরতে হয়েছিল তাঁকে। তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে।
- মেসি থেকে দর্শক সবার কাছেই ক্ষমা চাইলেন।
- তদন্ত কমিটির সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। কমিটির সদস্য হিসেবে থাকবেন রাজ্যের মুখ্যসচিব। থাকছেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত সচিব। বিস্তারিত পড়ুন- ‘মেসির কাছে মন থেকে ক্ষমা চাইছি’, তদন্ত কমিটির তৈরির নির্দেশ দিয়ে পোস্ট মমতার

-
মুখোমুখি হওয়া হল না মমতা-মেসির
এদিন যুবভারতীতে আসার কথা ছিল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও। ফুটবল তারকা মেসির সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় ক্রীড়াঙ্গনে পৌঁছনোর আগেই নিজের কনভয়ের অভিমুখ ঘুরিয়ে নেন তিনি। ফিরে যান মমতা।
-
-
ফিরে গেলেন মুখ্য়মন্ত্রী
- মেসির সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য সরকারের তরফে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সময়ের আগেই মাঠ ছাড়েন লিওনেল মেসি।
- মাত্র ১০ মিনিটেই মেসি মাঠ ছাড়ায় চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। যুবভারতী ক্রীড়াঙ্গনের ময়দানেই নেমে পড়েন বিক্ষুব্ধ ভক্তরা।
- যুবভারতীর দিকেই আসছিলেন মুখ্যমন্ত্রী। মেট্রোপলিটন পর্যন্ত পৌঁছেও গিয়েছিলেন, কিন্তু বিশৃঙ্খলতার খবর পেয়েই তিনি মাঝপথ থেকে ফিরে যান।
-
মাঠ ছাড়লেন মেসি, ক্ষোভে ফেটে পড়ল দর্শকরা
- এত টাকা খরচ, মেসিকে দেখতেই পেলেন না দর্শকরা।
- ক্ষোভে ফেটে পড়ল যুবভারতী।
- মাত্র ১০ মিনিটের মধ্যেই মাঠ ছাড়লেন মেসি।
- স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। দাবি করলেন রিফান্ডের।
-
-
হৃদরোগে আক্রান্ত হয়ে মালদহে তৃণমূলের বিএলএ-র মৃত্যু, SIR আতঙ্কের অভিযোগ
তৃণমূলের এক বুথ লেভেল এজেন্ট (বিএলএ-২)-র মৃত্যুতে এসআইআর আতঙ্কের অভিযোগ উঠল। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তথ্যগত ত্রুটির জেরে SIR আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম বরকত শেখ(৩২)। ঘটনাটি মালদহের কালিয়াচকের। তৃণমূলের বিএলএ-র মৃত্যুকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বর ও হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়ায়।
বিস্তারিত: এবার মালদহে তৃণমূলের BLA-র মৃত্যু, SIR আতঙ্কের অভিযোগ
-
বিএলও-দের উপর হিংসার ঘটনায় দ্রুত এফআইআরের নির্দেশ
বুথ লেভেল অফিসার (বিএলও) ও এসআইআর-র কাজে যুক্ত অন্য অফিসারদের নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। বিএলও-দের উপর কোনওরকম হিংসার ঘটনা হলে দ্রুত এফআইআর করার নির্দেশ দিল। এই নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে কমিশন। যদি কোনও বিএলও-র উপর হিংসার ঘটনায় এফআইআর না করা হয়, তাহলে দায়িত্বপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিশন।
বিস্তারিত: বিএলও-দের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কড়া কমিশন, কী নির্দেশ দিল?
-
ভার্চুয়ালি নিজের মূর্তির উন্মোচন করলেন মেসি

১৪ বছর পর কলকাতায় এসেছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। তাঁকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। এদিন হোটেল থেকে লেকটাউনে নিজের ৭০ ফুটের মূর্তির উন্মোচন করেন মেসি। সেইসময় সেখানে ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। এদিন কলকাতায় এসেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। মেসির সঙ্গে হোটেলে দেখা গেল তাঁকে। হোটেল থেকে যুবভারতী স্টেডিয়ামে যাবেন মেসি। ফুটবলের রাজপুত্রকে দেখতে স্টেডিয়াম কানায় কানায় ভর্তি।
কলকাতা: কলকাতায় এসেছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। আজ তিলোত্তমায় এসেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। মেসি জ্বরে কাবু শহর। মেসিকে নিয়ে যেমন উন্মাদনা রয়েছে, তেমনই আজ রাজ্য রাজনীতির নানা খবরও রয়েছে। রাজ্যে এখন এসআইআর প্রক্রিয়া চলছে। ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। তার আগে বিএলও-দের নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আবার শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলায় অন্যতম সাক্ষীর গাড়িতে লরির ধাক্কা মারার ঘটনায় রহুল কদ্দুস শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে ঘটনার ঘনঘটা। সেইসব ঘটনাই লাইভ নিউজের মাধ্যমে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস। জেনে নিন আজ রাজ্য রাজনীতির খুঁটিনাটি খবর।
Published On - Dec 13,2025 10:53 AM
