West Bengal News Today Live: গীতা হাতে আদালতে ঢুকলেন শতদ্রু
SIR News: চলছে এসআইআরের দ্বিতীয় পর্ব। এরইমাঝে দিনহাটার সিতাই এলাকায় নিজের সমর্থকদের নিয়ে বনভোজনের আয়োজন করেছিলেন অনন্ত মহারাজ। সেখানেই এসআইআর নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তাঁকে। তা নিয়েই ব্যাপক চাপানউতোর রাজনৈতিক মহলে।

LIVE NEWS & UPDATES
-
পুলিশি হেফাজতের মেয়াদ শেষ, গীতা হাতে আদালতে ঢুকলেন শতদ্রু দত্ত
- কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসি সফর ঘিরে যে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। ১৪ দিনের পুলিশি হেফাজতের মেয়াদ এদিন শেষ হয়। ফের তাঁকে বিধাননগর আদালতে তোলা হল। গীতা হাতে আদালতে প্রবেশ শতদ্রু দত্তর।
- তদন্তে নেবে বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। মোবাইলগুলির মধ্যে ইভেন্ট সংক্রান্ত বিভিন্ন অনলাইন সংস্থা স্পন্সর এবং অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের তথ্য ফোন কল ডিটেলস চ্যাট এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হয়েছে।
- টিকিট বিক্রয় সংস্থার ৩ আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম।
-
কেন ডাকা হয়েছে কাকলির পরিবারকে?
খসড়া তালিকায় নেই নাম। এসআইআর (SIR) প্রক্রিয়ার শুনানিতে ডাকা হয়েছিল বারসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দুই পুত্র। এর পাশাপাশি শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয় তৃণমূল সাংসদের মা ও বোনকে। এই নিয়ে সরব হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এরপরই মুখ খুলল কমিশন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে কেন ডেকে পাঠানো হয়েছে তাঁদের?
বিস্তারিত পড়ুন: বিভ্রান্তিকর! কাকলির দাবি উড়িয়ে কমিশন জানাল কেন শুনানিতে ডাকা হয়েছে তাঁর পরিবারের সদস্যদের
-
-
ডেলিভারির ডেটেই শুনানিতে গর্ভবতী মহিলা
- শনিবারই ছিল এসআইআরের শুনানির প্রথম পর্ব। শুনানিতে যেদিন ডাকা হল সেদিনই সন্তান প্রসবের দিন। ডেলিভারির ডেটেই গর্ভে সন্তানকে নিয়ে শুনানি কেন্দ্রে এলেন ২৭ বছরের বন্দনা মণ্ডল।
- বন্দনা মণ্ডলের বাড়ি চন্দ্রকোনার কুঁয়াপুরে। চন্দ্রকোনা-২ ব্লকের বিডিও অফিসই ডাকা হয়েছিল বন্দনাকে।
- শুনানি কেন্দ্রে গর্ভবতী মহিলাকে দেখে হতবাক হয়ে যান কমিশনের আধিকারিকরা। কী বলছেন বিডিও। বিস্তারিত পড়ুন- ডেলিভারির ডেটের দিনই শুনানি কেন্দ্রে গর্ভবতী তরুণী! দেখা মাত্রই…
কী বলছেন কমিশনের লোকজন?
-
বিস্ফোরক অনন্ত মহারাজ
- দিনহাটার সিতাই এলাকায় নিজের সমর্থকদের নিয়ে বনভোজনের আয়োজন করেছিলেন অনন্ত মহারাজ। সেখানেই এসআইআর নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তাঁকে।
- অনন্ত মহারাজের যুক্তি যারা চেয়ারে বসে রয়েছে তারা আমাদের থেকে কাগজ দেখতে চাইছেন অথচ তারাই পাকিস্তানি অথবা বাংলাদেশি। তাঁর সাফ কথা, তাহলে আমরা কাগজ কাকে দেখাব?
- সম্প্রতি SIR নিয়ে একাধিক সওয়াল করেছিলেন এই অনন্ত রায়। এমন কি নিজের বাড়িতে মুসলিম ধর্মগুরুদের নিয়ে আলোচনায় বসেছিলেন।
কলকাতা: এসআইআর চলছে পুরোদমে। দ্বিতীয় পর্বে চলছে শুনানি। কলকাতা থেকে জেলা, দিকে দিকে শুনানি কেন্দ্রে ভিড়। এরইমধ্যে এসআইআর নিয়ে বিতর্কিত মন্তব্য অনন্ত মহারাজের। SIR এর কাগজ যারা দেখতে চাইছেন তারা নিজেরাই বাংলাদেশি-পাকিস্তানি। বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজের। তা নিয়েই ব্যাপক চাপানউতোর রাজনৈতিক মহলে।
Published On - Dec 28,2025 9:38 AM
