BSF Jawas News: বাংলাদেশিরা ভারতে কী ঢোকাতে চাইছিল জানেন? সবটা রুখল BSF
BSF: জানা গিয়েছে, ২২ আগস্ট ভোরে নাটনা ফরওয়ার্ড বিওপির বিএসএফ বাহিনী আন্তর্জাতিক সীমান্তের কাছে ৫-৬ জন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেন জওয়ানরা। তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হয় আধা সেনার।

কখনও সোনা, কখনও রূপো, কখনও বা মাদক। বারবার অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে বিএসএফ। আর এবার নিরীহ পশুদেরও ছাড়ল না পাচারকারীরা। তবে বিএসএফ-এর চোখকেও ফাঁকি দিতে পারল না কেউ। চোরাচালানকারীদের হাত থেকে একটি বিরল বন্য বিড়াল উদ্ধার করলেন জওয়ানকা।
জানা গিয়েছে, ২২ আগস্ট ভোরে নাটনা ফরওয়ার্ড বিওপির বিএসএফ বাহিনী আন্তর্জাতিক সীমান্তের কাছে ৫-৬ জন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেন জওয়ানরা। তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হয় আধা সেনার। অভিযুক্তরা বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। তাদের হাতে ছিল ওই বিড়ালটি। দ্রুত পদক্ষেপ করেন বিএসএফ জওয়ানরা। এরপর অভিযুক্তদের দিকে এগিয়ে যান। বিএসএফ জওয়ানদের এগিয়ে আসতে দেখে, চোরাকারবারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘন গাছপালার সুযোগ নিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়।
বিএসএফ জওয়ানরা তাৎক্ষণিকভাবে এলাকায় তল্লাশি শুরু করে। তল্লাশির সময় কাঠের বাক্সের ভেতরে একটি বিরল বন্য বিড়াল (আফ্রিকান সার্ভাল বিড়াল বলে সন্দেহ করা হচ্ছে) জীবিত অবস্থায় পাওয়া যায়। উদ্ধার হওয়া প্রাণীটিকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। পরবর্তীতে সেটিকে সংশ্লিষ্ট বন বিভাগের অফিসে হস্তান্তর করা হয়েছে।
বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা জানান, সৈন্যদের সতর্কতা এবং তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বন্যপ্রাণী পাচারের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে।

