BSF: জাল পাসপোর্ট চক্র ধরতে আর রাজ্য পুলিশে আস্থা নয়, কড়া নির্দেশ BSF-এর ডিজির

Sayanta Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 25, 2024 | 2:43 PM

BSF: বিএসএফ সূত্রে জানা যাচ্ছে, রাজ্য পুলিশের কাছ থেকে যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা, সেই সহযোগিতা মিলছে না। মিলছে না সামান্য তথ্যটুকুও। কাদের ধরা হচ্ছে, কোথা থেকে ধরা হচ্ছে, তা স্পষ্টভাবে জানানো হচ্ছে না।

BSF: জাল পাসপোর্ট চক্র ধরতে আর রাজ্য পুলিশে আস্থা নয়, কড়া নির্দেশ BSF-এর ডিজির
নতুন পদক্ষেপ পথে বিএসএফ
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: জাল পাসপোর্ট ধরার ব্যাপারে রাজ্য পুলিশের ওপর আর ভরসা রাখছে না BSF। কাস্টমস ও অভিবাসন দফতরকে সঙ্গে নিয়েই বড় চক্র ভাঙার কড়া নির্দেশ বিএসএফের। সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে এই চক্র সক্রিয়। তা ভাঙার কড়া নির্দেশ দিয়েছেন BSF-এর ডিজি দলজিৎ সিং চৌধুরীর।

বিএসএফ সূত্রে জানা যাচ্ছে, রাজ্য পুলিশের কাছ থেকে যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা, সেই সহযোগিতা মিলছে না। মিলছে না সামান্য তথ্যটুকুও। কাদের ধরা হচ্ছে, কোথা থেকে ধরা হচ্ছে, তা স্পষ্টভাবে জানানো হচ্ছে না। সমন্বয় রেখে আদৌ যে জাল পাসপোর্ট চক্র ভাঙার কথা ছিল, সেটাকেও সম্পন্ন করছেন না রাজ্য পুলিশের আধিকারিকরা। তেমনটাই খবর বিএসএফ সূত্রে।

সেই জায়গায় দাঁড়িয়ে বিএসএফের ডিজি মঙ্গলবার যখন কলকাতায় আসেন, তাঁর সঙ্গে বৈঠকে এই বিষয়টি বিএসএফের তরফ থেকে তুলে ধরা হয়। বিএসএফ সূত্রে খবর, ডিজি তখন নির্দেশ দেন, অভিবাসন ও কাস্টমসকে নিয়ে বিএসএফের যে এলাকা অর্থাৎ সীমান্ত থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত এলাকার মধ্যে কোথাও যদি জাল পাসপোর্ট চক্রের হদিশ মেলে, তাহলে সেই চক্রকে ভাঙতে হবে বিএসএফকেই। সেখানে রাজ্য পুলিশ সাহায্য করুক না করুক, বিএসএফের কমান্ডারকেই পদক্ষেপ করতে হবে। তবে রাজ্য পুলিশকে এ বিষয়ে অবগতও করা হবে বলে জানা গিয়েছে। যেহেতু অনুপ্রবেশ কিংবা জঙ্গি-সব ইস্যুতেই বিএসএফের দিকে আঙুল উঠেছে, সেই কারণেই ডিজি-র এই নির্দেশ।

Next Article