Jawan Suicide: বাংলাদেশ সীমান্তে গুলি চালিয়ে আত্মঘাতী বিএসএফ জওয়ান

Sayanta Bhattacharya | Edited By: অংশুমান গোস্বামী

Nov 23, 2023 | 12:09 AM

আত্মঘাতী হওয়া জওয়ানের নাম মনমোহন সিং। ২০১৩ সালে ওই জওয়ান বিএসএফ-এর সঙ্গে যুক্ত হন। রাজস্থানের জয়পুরের বাসিন্দা তিনি। তিনি বিবাহিত এবং তাঁর দুটি শিশুসন্তানও রয়েছে। বিএসএফের সদর দফতর সূত্রে খবর, অত্যন্ত ভদ্র এবং নম্র স্বভাবের ছিলেন এই জওয়ান। কিন্তু কেন আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বিএসএফ কর্তৃপক্ষের অন্দরে।

Jawan Suicide: বাংলাদেশ সীমান্তে গুলি চালিয়ে আত্মঘাতী বিএসএফ জওয়ান
প্রতীকী চিত্র
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) জওয়ান। বুধবার তিনি ডিউটির সময়ই ইনসাস রাইফেল থেকে গুলি চালান। সেই গুলি লাগে তাঁর মাথায়। ওই জওয়ান নদিয়ার হৃদয়পুর বর্ডার আউট পোস্টে কর্মরত ছিলেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, থুতনির কাছে বন্দুক ধরে মাথায় গুলি চালিয়েছেন তিনি। এর জেরেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেই ওই জওয়ানের ময়না তদন্ত করা হবে বলে জানা গিয়েছে।

আত্মঘাতী হওয়া জওয়ানের নাম মনমোহন সিং। ২০১৩ সালে ওই জওয়ান বিএসএফ-এর সঙ্গে যুক্ত হন। রাজস্থানের জয়পুরের বাসিন্দা তিনি। তিনি বিবাহিত এবং তাঁর দুটি শিশুসন্তানও রয়েছে। বিএসএফের সদর দফতর সূত্রে খবর, অত্যন্ত ভদ্র এবং নম্র স্বভাবের ছিলেন এই জওয়ান। কিন্তু কেন আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বিএসএফ কর্তৃপক্ষের অন্দরে।

গত মাসেই জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ায় এক বিএসএফ জওয়ান আত্মঘাতী হয়েছিলেন। এ বছর বেশ কয়েকটি এ রকম ঘটনা ঘটেছে। বাড়ি পরিজন ছেড়ে দিনের পর দিন সীমান্ত রক্ষার দায়িত্ব রয়েছে বিএসএফ জওয়ানদের কাঁধে। কিন্তু অনেক ঝক্কি এসে পড়ে তাঁদের জীবনে। তখনই হয়তো এ রকম অনভিপ্রেত ঘটনা ঘটে।

Next Article