AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আপডেট: বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ি অবধি পৌঁছে দিতে চিকিৎসক, নার্স-সহ একটি মেডিক্যাল টিম থাকবে অ্যাম্বুলেন্সে।

আপডেট: বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য
ফাইল চিত্র।
| Updated on: Dec 15, 2020 | 12:44 PM
Share

কলকাতা: বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। মঙ্গলবার সকাল ১১টা ২০ নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে উডল্যান্ডস হাসপাতাল থেকে রওনা দেয় অ্যাম্বুলেন্স। হাসপাতাল ছাড়ার আগে চিকিৎসক, নার্সদের শুভেচ্ছা জানান তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য। এদিন সকালেই তাঁর রাইলস টিউব-সহ ধমনীর ভিতরে যে চ্যানেলগুলি করা হয়েছিল তা খুলে ফেলা হয়। বাড়ি গিয়ে তাঁকে কোন কোন নিয়ম অবশ্যই মানতে হবে তার একটি তালিকা তুলে দেওয়া হয় পরিবারের হাতে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ি অবধি পৌঁছে দিতে চিকিৎসক, নার্স-সহ একটি মেডিক্যাল টিম ছিল অ্যাম্বুলেন্সে।

আরও পড়ুন: ‘জেএমবি, জামাত জঙ্গিদের সামনে রেখে ভোটে জেতার চেষ্টা তৃণমূলের’, বিস্ফোরক দিলীপ

প্রায় এক সপ্তাহ ধরে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্ট নিয়ে গত বুধবারই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রথম দিকে শারীরিক অবস্থা ঘোরাল হলেও দু’দিন পর থেকে চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন তিনি। শুক্রবারই আশার আলো দেখিয়েছিলেন চিকিৎসকরা। এরপর ধীরে ধীরে তরল খাবার দেওয়া হয় তাঁকে। শুরু হয় ফিজিওথেরাপি।

মঙ্গলবার সকাল ১১টা ২০ নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে বাড়ির পথে রওনা দিল অ্যাম্বুলেন্স।

সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, বুদ্ধবাবুর শারীরিক অবস্থা যদি একইরকম থাকে মঙ্গলবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে। এদিন সকালে তারা জানিয়ে দিল, ভাল আছেন বুদ্ধবাবু। সঙ্কট কেটে গিয়েছে, রাতে ভাল ঘুমও হয়েছে। পরিকল্পনামাফিক মঙ্গলবারই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল। তবে আগামী দিনগুলোয় খুব নিয়ম মেনে চলতে হবে বুদ্ধবাবুকে।

চিকিৎসকদের একাংশের মতে, এখনও পুরোপুরি সিগারেট ছাড়তে পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিকে ওনার সিওপিডি রয়েছে। সুস্থ থাকার ক্ষেত্রে চিকিৎসকরা প্রাথমিক শর্তই দিয়েছেন, ধূমপান একদম চলবে না। ইতিমধ্যেই তাঁর জন্য কেনা হয়েছে নতুন বাইপ্যাপ। বাড়িতে থাকাকালীন যথাযথ পদ্ধতি মেনে তাঁকে বাইপ্যাপ ব্যবহার করতে হবে।

আরও পড়ুন: এবার মদন মিত্রের নামে পোস্টার পড়ল শহরজুড়ে

বুদ্ধবাবুর পর্যবক্ষেণের দায়িত্বে থাকা বোর্ডের এক চিকিৎসক জানান, শরীরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি এবং অক্সিজেনে ঘনত্ব কমে শারীরিক সমস্যা তৈরি হচ্ছে ওনার। তাই নিয়ম মেনে বাইপ্যাপ ব্যবহার অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। মাছ, ডাল-সহ প্রোটিন জাতীয় খাবার খেতে হবে তাঁকে।

মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের কথায়, “বুদ্ধবাবুর কিডনি একেবারে ঠিক আছে। ফলে প্রোটিন জাতীয় খাবার খেতে কোনও সমস্যা নেই। এ ধরনের খাবার খেলে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যে মাংসপেশী রয়েছে তা সবল হয়‌। মাংসপেশী দুর্বল হলে শ্বাসকষ্ট শুরু হতে পারে।”