কলকাতা: ফুসফুসে সংক্রমণ ও জ্বর নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। এর পর এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গিয়েছে। আগের থেকে এখন অনেকটাই সুস্থ হয় উঠেছেন বুদ্ধদেব। অ্যান্টিবায়োটিকও বন্ধ করা হয়েছে। সোমবার বুদ্ধদেবের শারীরিক অবস্থার পর্যালোচনার জন্য ফের বসবে মেডিক্যাল বোর্ড। সেখানেই বুদ্ধদেবকে হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
আপাতত বুদ্ধদেব ভট্টাচার্যকে নন ইনভেনসিভ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। এ ছাড়াও ফিজিওথেরাপি, ফুসফুসের রিহ্যাবিলিটেশন চলছে। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাড়িতে গেলেও বুদ্ধদেবের সঙ্গে থাকবে হোম কেয়ার টিম। বাড়িতে থাকবে বেড সাইড মনিটর। প্রতি মুহূর্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, হৃদস্পন্দন জানান দেবে এই মনিটর। বুদ্ধদেবের শারীরিক অবস্থার উপর ২৪ ঘণ্টা নজর রাখা হবে। রাখা হবে অক্সিজেন কনসেনট্রেটর।
হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই রাইলস টিউব খোলার সম্ভাবনা কম। পাশাপাশি ফিজিওথেরাপি, সোয়ালো থেরাপি চলবে বুদ্ধবাবুর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ফুসফুসের সংক্রমণ মুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।