কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে সৌদি থেকে মনোনয়ন জমা দেওয়ার ঘটনায় অভিযুক্ত মিনাখাঁর মোহারুদ্দিন গাজির হস্তলেখার নমুনা সংগ্রহ করল সিআইডি।
মনোনয়নের কাগজে থাকা সই তাঁর কিনা জানতে সইয়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোহারুদ্দিনের হাতের লেখার নমুনা পাঠানো হচ্ছে হস্তলেখা বিশারদের কাছে।
গত পঞ্চায়েত নির্বাচনে এই বিষয়টিও তোলপাড় করেছিল বাংলাকে। সৌদি আরবে বসে কীভাবে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দিতে পেরেছিলেন, তা নিয়েই প্রশ্ন ওঠে। জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। রাজ্য নির্বাচন কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। যদিও নিরপেক্ষ কোনও এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর আবেদন জানিয়েছিলেন মামলাকারী। সিআইডি-র হাতে তদন্তভার যায়।
প্রসঙ্গত, এবারের পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের এক প্রার্থীর সৌদি আরব থেকে মনোনয়ন জমা দেওয়ার ব্যাপারে অভিযোগ ওঠে। বিদেশে বসে একজন প্রার্থী কীভাবে মনোনয়ন জমা দেয়, তা নিয়েই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। জানা যায়, ওই প্রার্থী পঞ্চায়েতের বিজ্ঞপ্তি জারির আগের দিন অর্থাৎ ৪ জুন নিজের ব্যক্তিগত কারণে সৌদি আরব গিয়েছিলেন। ১৬ জুলাই তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু তাঁর মনোনয়ন তার মাঝেই জমা পড়েছিল। হজ কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, সশরীরে মোহারুদ্দিন গাজির মনোনয়ন জমা দেওয়াই অসম্ভব ছিল। অভিযোগ, ওঠে শাসকদলের সঙ্গে বিডিও-র যোগসাজসের কারণেই বিদেশ থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন ওই ব্যক্তি। মামলাকারীদের দাবি ছিল, এই মনোনয়ন অবৈধ। কারণ মনোনয়ন জমা দেওয়ার সময়ে রিটার্নিং অফিসারের সামনে প্রার্থীকে সই করতে হয়। এবং সেটা সশরীরে হাজির থেকেই। এক্ষেত্রে তা হয়নি। সেই মামলাতেই এবার হাইকোর্টের নির্দেশে সিআইডি- অভিযুক্তের হাতের লেখার নমুনা সংগ্রহ করল।