কলকাতা: কলকাতার ভবানীপুরে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি। কলকাতা পুরসভার পক্ষ থেকেই আগেই এই বাড়িটিকে বিপজ্জনক হিসাবে ঘোষণা করা হয়েছিল। শনিবার ভোর তিনটে নাগাদ হঠাৎই ভেঙে পড়ে বাড়িটি। সূত্রের খবর, একজনই এই বাড়িটিতে ছিলেন। তাঁকে উদ্ধার করা হয়েছে।
কলকাতার ভবানীপুরের পদ্মপুকুরে অবস্থিত এই বাড়িটি অবস্থিত। এই বাড়িটিতেই সত্যজিৎ রায়ের সোনার কেল্লার সিনেমার কিছু অংশের শ্যুটিং হয়েছিল। বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় মুকুলের দ্বিতীয় বাড়ি হিসাবে এখানেই শ্যুটিং করেছিলেন। ফলত, বহু স্মৃতিবিজড়িত এই বাড়িটি ভেঙে পড়ায় মন খারাপ এলাকাবাসীর।
আজ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। বাড়ির ভিতরে একজন থাকলেও তাঁর কোনও আঘাত লাগেনি বলে জানা গিয়েছে। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু। পৌঁছয় পুলিশও।
জানা গিয়েছে, বাড়ির লোকজনকে অন্যত্র সরে যেতে বলা হয়েছিল আগেই। তবু ঐতিহ্য জড়িয়ে থাকায় কেউই বাড়ি ছেড়ে চলে যাতে চাননি।