Suvendu Adhikari: লোডশেডিংয়ে নাজেহাল বাংলা, ধরনায় বসার হুঁশিয়ারি শুভেন্দুর

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Sep 02, 2023 | 10:04 AM

Suvendu Adhikari: ভাদ্রের গরমে এমনিতেই অসহনীয় জনজীবন। ভ্যাপসা গরমে ঘেমে নেয়ে একাকার অবস্থা। পথে নেমে নাজেহাল তো হতে হচ্ছেই। ঘরেও শান্তি নেই।

Suvendu Adhikari: লোডশেডিংয়ে নাজেহাল বাংলা, ধরনায় বসার হুঁশিয়ারি শুভেন্দুর
শুভেন্দু অধিকারী।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: একে তীব্র গরম। তার উপর রাজ্য়জুড়ে বিদ্য়ুৎসঙ্কট। জেলায় জেলায় লোডশেডিংয়ের দাপটে অতিষ্ঠ জনজীবন। বঙ্গের বিদ্যুৎ সঙ্কট নিয়ে এবার এক্স হ্য়ান্ডেলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দু’দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে সোমবার থেকে বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতরের সামনে ধরনায় বসার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, ‘পশ্চিমবঙ্গের দেউলিয়া সরকার পয়সার অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না। তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায় উৎপাদন ক্ষমতা কমাতে বাধ্য হয়েছে। যার ফলে ঘাটতির পরিমাণ ১২০০ মেগাওয়াট।’

ভাদ্রের গরমে এমনিতেই অসহনীয় জনজীবন। ভ্যাপসা গরমে ঘেমে নেয়ে একাকার অবস্থা। পথে নেমে নাজেহাল তো হতে হচ্ছেই। ঘরেও শান্তি নেই। থেকে থেকেই লোডশেডিং। কোথাও কোথাও রাতভর থাকছে না কারেন্ট।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দেউলিয়া মুখ্যমন্ত্রীর দেউলিয়া সরকারের বিদ্যুৎ দফতরের আধিকারিকদের জানিয়ে রাখলাম, যদি আগামী দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না করতে পারেন তবে আগামী সোমবার থেকে বিরোধী দলনেতাকে বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতরের সামনে ধরনায় দেখতে পাবেন।’

Next Article