Buxa Tiger Reserve: ১০ই জানুয়ারি অবধি বন্ধ থাকবে বক্সার হোম-স্টে

Shrabanti Saha | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 24, 2024 | 1:11 AM

Buxa Tiger Reserve: প্রসঙ্গত, ২০২২ সালে এক পরিবেশ প্রেমীর দায়ের করা মামলায় বক্সাতে প্রতিটি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ বক্সার ভেতরে সব হোম স্টে,হোটেল,রেস্তোরাঁ অনুমোদনহীন বলে নোটিস দেয়।

Buxa Tiger Reserve: ১০ই জানুয়ারি অবধি বন্ধ থাকবে বক্সার হোম-স্টে
কলকাতা হাইকোর্ট
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: অচলাবস্থা কাটল না। কলকাতা হাইকোর্টে গিয়েও বিশেষ কোনও লাভ হল না। ভরা মরশুমে আপাতত বন্ধ থাকছে বক্সা ব্য়াঘ্র প্রকল্পের ভিতরের হোমস্টেগুলি। এ দিন এই মামলার শুনানি ছিল। তবে বিচারপতি বিশ্বজিৎ বসু কোনও নির্দেশ দেননি। মামলার পরবর্তী শুনানি ১০ই জানুয়ারি। ততদিন অবধি বন্ধ থাকবে সব হোমস্টে।

এ দিকে পর্যটনের ভরা মরশুমে হোটেল রিসোর্ট বন্ধ রাখতে নারাজ পর্যটন ব্যবসায়ীরা। পর্যটন ব্যবসায়ীদের দাবি, ৭৬০ বর্গ কিলোমিটার বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলের এলাকা। বন দফতরের ১৯৮৭ সালের নোটিফিকেশন অনুযায়ী জয়ন্তী, রায়মাটাং, লেপচাখা সহ বিভিন্ন বন গ্রাম এই এলাকার বাইরে। ফলে বন দফতরের কোনও নির্দেশিকার আওতায় তারা আসবেন না। সেই কারণে তারা আগামিকাল থেকে পর্যটক রাখবেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ৫ মে গ্রিন ট্রাইবুনালে পরিবেশপ্রেমী সুভাষ দত্তের করা মামলায় বক্সাতে হোটেল বন্ধের নির্দেশ দেওয়া। এরপর একধাপ এগিয়ে হোমস্টেডগুলিও বন্ধ রাখার নির্দেশ দেয় বনদফতর। এর জেরে পড়ে যায় শোরগোল।  তার পরেই বক্সাতে সব হোম স্টে,হোটেল রেস্তোরাঁ বন্ধ করে দেন পর্যটন ব্যবসায়ীরা। হাইকোর্টে আজকের শুনানির দিকে তাকিয়েছিল সকলে। কিন্তু তাতেও পর্যটন ব্যবসায়ীদের কোনও সুরাহা মিলল না। বিষয়টি নিয়ে বন দফতর কোনও মন্তব্য করতে চায়নি।

Next Article