Bye Election Result: ‘পাহারাদার হিসাবে সর্বদাই পাশে থাকব’, ‘জমিদার’ বিজেপিকে হারিয়ে উচ্ছ্বসিত অভিষেক

সৌরভ গুহ | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 23, 2024 | 3:08 PM

Bye Election Result: এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক লেখেন, "আমি আমার হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি বাংলার মানুষকে। আপনাদের আর্শীবাদ আমাদের আগামীর পথ চলাকে আরও মসৃণ করবে।"

Bye Election Result: পাহারাদার হিসাবে সর্বদাই পাশে থাকব, জমিদার বিজেপিকে হারিয়ে উচ্ছ্বসিত অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ৬-এ ৬! উপনির্বাচনেও ব্যাপক জয়ের পর আপ্লুত তৃণমূল নেতৃত্ব। নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের ৬ প্রার্থীই জয়ী হয়েছেন। আর তার জন্য সাধারণ মানুষকেই ধন্যবাদ জানিয়েছেন তিনি। আর লিখেছেন, ‘পাহারাদার’ হিসাবে সবসময়ই তাঁরা সাধারণ মানুষের পাশে থাকবেন। আর মানুষের আর্শীবাদ তাঁদের হৃদয় স্পর্শ করে থাকবে।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক লেখেন, “আমি আমার হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি বাংলার মানুষকে। আপনাদের আর্শীবাদ আমাদের আগামীর পথ চলাকে আরও মসৃণ করবে।” নাম না করে বিজেপিকে ‘জমিদার’ বলে কটাক্ষ করেছেন তিনি। আর নিজেদের অর্থাৎ মা-মাটি-মানুষের দলকে ‘পাহারাদার’ হিসাবেই ব্যাখ্যা করেছেন। লিখেছেন,  “আমরা জমিদার নই। মানুষের পাহারাদার। আর এই ভাবেই মানুষের আর্শীবাদ নিয়ে থাকতে চাই।”


পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তিনি বলেন, “আমরা মানুষের কাছে কৃতজ্ঞ। নতমস্তকে প্রণাম জানাই। আমাদের দায়বদ্ধতা আরও বাড়ল। আমরা আরও বেশি করে বাংলার মানুষের পাশে থাকব। উন্নয়নে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাব।”

‘২৬এ বিধানসভা নির্বাচন। এবার সেই লক্ষ্যমাত্রা ধার্য করছে বিজেপি নেতৃত্ব।  বিজেপিকে কটাক্ষ করে কুণাল লেখেন, ” বিজেপির রাজ্য সভাপতি বলেছেন ওঁরা ২০২৬-এ ক্ষমতায় আসবেন। ওঁরা ৩০২৬এও পারবেন না। কারণ ওঁরা বাংলার মানুষের জন্য কোনো কিছু করেননি।”


পশ্চিমবঙ্গের পাঁচ রাজ্যের ছ’টি আসনে উপনির্বাচন হয়েছে গত ১৩ নভেম্বর। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংড়া এবং উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি- সর্বত্রই উঠেছে সবুজ ঝড়।

Next Article
কেন কাজ করল না আরজি কর? স্টেথোস্কোপের চাপেও কীভাবে ফুটল জোড়াফুল!
Suvendu Adhikari: হারের দায় নিলেন না শুভেন্দু, কাঠগড়ায় দাঁড় করালেন কাকে?