C-DAC: কৃষিকাজে প্রযুক্তির ব্যবহার নিয়ে C-DAC আয়োজিত কনফারেন্স হল কলকাতায়
সি-ড্যাক কলকাতা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় যৌথভাবে একটি কনফারেন্সের আয়োজন করেছে। ইন্টারন্যাশনাল কনফারেন্স অব সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস ফর স্মার্ট এগ্রিকালচার (ICSTA 2023) শীর্ষক ওই কনফারেন্স ১৯ ডিসেম্বর আয়োজিত হয়েছিল নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে।
কলকাতা: C-DAC বা সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং, ভারত সরকারের একটি গবেষণা সংস্থা। সি-ড্যাক কলকাতা এ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রযুক্তির বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আইসিটি, কৃষিকাজ, প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা, সিগন্যাল প্রসেসিং এবং কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করছে এই সংস্থা।
সি-ড্যাক কলকাতা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় যৌথভাবে একটি কনফারেন্সের আয়োজন করেছে। ইন্টারন্যাশনাল কনফারেন্স অব সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস ফর স্মার্ট এগ্রিকালচার (ICSTA 2023) শীর্ষক ওই কনফারেন্স ১৯ ডিসেম্বর আয়োজিত হয়েছিল নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। আন্তর্জাতিক ওই কনফারেন্সে আলোচনার বিষয় ছিল, কাল্টিভেশন অব সিভি লাইজেশন থ্রু সাসটেনেবল এগ্রিকালচারাল প্র্যাকটিসেস- টুগেদার উই মেক ইট পসিবল।
ওই কনফারেন্সের উদ্বোধন করেছেন ভারত সরকারের ইলেক্ট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণান। সেই কনফারেন্সে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষকরা। এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও হাজির ছিলেন এই অনুষ্ঠানে।
ICSTA 2023-এর লক্ষ্য ছিল বৈজ্ঞানিক সম্প্রদায় এবং শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করা। যাতে পৃথিবীর প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, ফসলের গুণমান উন্নত করা, পরিবেশ রক্ষা করা এবং ইলেকট্রনিক্স এবং ICT প্রযুক্তির একত্রীকরণের মাধ্যমে কৃষকদের স্বাস্থ্যের ঝুঁকি কমানো। কৃষি খাতের উন্নতির জন্য নতুন প্রযুক্তি এবং তথ্য ব্যবস্থাপনার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে এই কনফারেন্সে।
এই কনফারেন্সে সি-ড্যাক কলকাতার সিনিয়র ডিরেক্টর আদিত্য কুমার সিনহা বলেছেন, “সাসটেনেবল কৃষিকাজ এবং নতুন প্রযুক্তির মধ্যে সেতুবন্ধন করেছে ICSTA 2023। বিশেষজ্ঞ, বিজ্ঞানী এবং শিল্পপতিদের এক ছাতার তলায় এনে পরিবেশ বান্ধব ব্যবস্থা এবং কৃষিক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাকে স্থায়িত্ব দেওয়া নিয়ে গুরুত্বূপূর্ণ আলোচনা হয়েছে।”