C V Anand Bose: এবার আদালত অবমাননার অভিযোগ! রাজ্যপালকে চিঠি দিল বিকাশ ভবন

সুমন মহাপাত্র | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 11, 2024 | 2:18 PM

C V Anand Bose: রাজ্যপাল যাতে এই ধরনের নির্দেশ প্রত্যাহার করেন, তাও চিঠিতে উল্লেখ করেন। বলা হয়েছে, রাজ্যপাল যাতে তৎপরতার সঙ্গে  রাজ্যের ৩১ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমস্যা নিয়ে এখনই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন।

C V Anand Bose: এবার আদালত অবমাননার অভিযোগ! রাজ্যপালকে চিঠি দিল বিকাশ ভবন
রাজ্যপাল সিভি আনন্দ বোস।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আদালত অবমাননার অভিযোগ! এবার  রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ আনল রাজ্য সরকার। রাজ্যপালকে কড়া চিঠি দিয়েছে শিক্ষা দফতর। রাজ্যের বক্তব্য, ‘রাজ্যপালের কর্মকাণ্ড আদালত অবমাননার সমান’। শিক্ষা দফতরের অভিযোগ, আইনের বাইরে গিয়ে, একক ভাবে রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজ্যের চার বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন। রাজ্যপাল যাতে এই ধরনের নির্দেশ প্রত্যাহার করেন, তাও চিঠিতে উল্লেখ করেন। বলা হয়েছে, রাজ্যপাল যাতে তৎপরতার সঙ্গে  রাজ্যের ৩১ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমস্যা নিয়ে এখনই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। বিকাশভবনের তরফে রাজভবনে পরিষ্কার করা হয়েছে, নতুন করে কোনও উপাচার্যকে নিয়োগপত্র দিয়ে থাকলে তা বাতিল করা হোক।

রাজভবনের তরফে ৫ এপ্রিল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। আর তা নিয়েই জটিলতা।  এক্স হ্যান্ডলে লেখা হয়েছিল, শিক্ষামন্ত্রীর সুপারিশক্রমে রাজ্যপাল দার্জিলিং হিলস, ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু, উত্তর ২৪ পরগনার হরিচাঁদ গুরুচাঁদ এবং হুগলির রানি রাসমণি গ্রিনস বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন। উচ্চশিক্ষা দফতরের এক আধিকারিক রাজভবনের এক হ্যান্ডেলে এ হেন পোস্টের কথা উল্লেখ করেন। পরে তিনিই দাবি করেন, রাজভবনের তরফে সেই পোস্ট আবার মুখেও ফেলা হয়।

এখানেই রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্য সরকার। বিকাশ ভবনের তরফ থেকে চিঠিতে দাবি করা হয়, রাজ্যপাল অবিলম্বে এই নির্দেশ যাতে প্রত্যাহার করেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে তারপরই যেন উপাচার্য নিয়োগের বিষয়টিতে সিদ্ধান্ত নেন। রাজ্যের অভিযোগ, রাজ্যপাল সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রাহ্য না করে চারটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত একক ভাবে নিয়েছেন।

Next Article