কলকাতা: আবারও মামলার ফাঁস। বুধবারের প্রাইমারি বোর্ডের প্রকাশ করা ২০২২ এর প্যানেল সংক্রান্ত নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করার আবেদন। সুমন্ত কোলে-সহ ১০ জন আবেদন করেন। মামলা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সুপ্রিমকোর্টের নির্দেশ ছিল, বিএড ডিগ্রি নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য না হলেও, ডিএলএড ডিগ্রির চাকরিপ্রার্থীদের নিয়োগ করা যাবে। কিন্তু মামলাকারীদের বিএড এবং ডিএলএড দুই ডিগ্রিই রয়েছে।মামলাকারীদের বক্তব্য, বিএড গ্রহণ না হলেও ডিএলএড ডিগ্রিকে গুরুত্ব দিয়ে কেন তাঁদের প্যানেলে যুক্ত করা হল না? তা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারীরা। শুক্রবার এই মামলার শুনানি।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ৩১ জানুয়ারি ২০২২ সালের নিয়োগের প্রক্রিয়া শুরু করে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। । ১১ হাজার ৭৫৮টি শূন্যপদের মধ্যে ৯ হাজার ৫৩৩ পদে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের প্যানেল প্রকাশ করা হয়েছে। দ্রুত তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে পর্ষদের তরফ থেকে জানানো হয়।
প্রাথমিকের ২০২২ সালে নিয়োগ প্রক্রিয়ার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেয় সুপ্রিম কোর্ট। নির্দেশে বলা হয়, ১১ হাজার ৭৫৮ শূন্যপদে নিয়োগ করা যাবে। রাজ্য ৯ হাজার ৫৩৩ পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট করে দিয়েছিল, বিএড ডিগ্রি না থাকলেও DLED প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগ করা যাবে। কিন্তু যাঁরা মামলা করেছেন, তাঁদের বক্তব্য, ডিএলএড ডিগ্রি থাকলেও তাঁদের নাম কেন নেই। সেই বিষয়টি প্রশ্ন তুলেই মামলা করেন তাঁরা।