Calcutta High Court: দেখলে বোঝাই যায়নি, ঢাললেন বোতল বোতল কেরোসিন, হাইকোর্টেই এই দুই মহিলা এত্ত বড় কাণ্ড ঘটালেন!
Calcutta High Court: দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়ার বাসিন্দা ওই দুই মহিলা। আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য তাঁরা । ২০১৭ সালে ওই কো-অপারেটিভ তৈরি হয়।

কলকাতা: সকালে হাইকোর্টের সামনে ব্যস্ততা শুরু হয়েছে। ধীরে ধীরে মামলা উঠবে এজলাসে। আদলত চত্বরে অন্যান্য দিনের মতোই প্রচুর মানুষের ভিড়। সেই ভিড়েই মিশে ছিলেন দুই মহিলা। এক মুহূর্ত আগে পর্যন্তও কেউ আঁচ করতে পারেননি, তাঁরা কী করতে পারেন। আচমকাই ব্যাগ থেকে কেরোসিনের বোতল বার করে গায়ে ঢালতে শুরু করেন তাঁরা। আদালত চত্বরেই হুড়োহুড়ি পড়ে যায়। আদালতে মোতায়েন পুলিশকর্মী দৌড়ে যান। তাঁদের পুলিশ উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যান। পরে তাঁদের হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়ার বাসিন্দা ওই দুই মহিলা। আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য তাঁরা । ২০১৭ সালে ওই কো-অপারেটিভ তৈরি হয়।
২০২৫ সালে নির্বাচন হয় এই কো-অপরেটিভের। সেখানে নাম বাদ যায় ওই দুই মহিলার। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। মামলার প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ পুনরায় ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দেয়। কিন্তু অভিযোগ, কো-অপারেটিভ সেটা করেনি। এছাড়াও অভিযোগ, ওই কো-অপারেটিভ দীর্ঘদিন ধরে মোটা সুদের আশ্বাস দিয়ে অর্থ সংগ্রহ করেছে কিন্তু সেই টাকা ফেরত দিচ্ছে না। আর তারই প্রতিবাদ জানাতে তাঁরা আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিশ আপাতত ওই দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে।
এক মহিলার বক্তব্য, “ইলেকশন প্রসেস শুরু হওয়ার আগেই দেখলাম, আমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ। আমরা নমিনেশন করতে পারব না। এসবের জন্য আমরা আর সাফার করতে পারছি না।”

