AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court on Mithun Chakraborty: মিঠুনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়, নির্দেশ দিল কোর্ট

Calcutta High Court: প্রসঙ্গত, অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে। এই ঘটনায় মিঠুনের বিরুদ্ধে চিৎপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এরপর অভিযোগ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিঠুন চক্রবর্তী।

Calcutta High Court on Mithun Chakraborty: মিঠুনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়, নির্দেশ দিল কোর্ট
মিঠুন চক্রবর্তীকে নিয়ে নির্দেশ কোর্টেরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 06, 2025 | 4:43 PM
Share

কলকাতা: চিৎপুর থানার মামলায় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের কাছে কেস ডায়েরি চেয়েছে আদালত। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত জানান, তদন্ত চলবে। তবে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে।

প্রসঙ্গত, অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে। এই ঘটনায় মিঠুনের বিরুদ্ধে চিৎপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এরপর অভিযোগ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। বুধবার ছিল এই মামলার শুনানি। সেখানেই বিচারপতি জয় সেনগুপ্ত এজলাসে পরিষ্কার জানিয়ে দেন, তদন্ত যেমন চলার তেমনই চলবে। তবে এখনই কোনও রকম পদক্ষেপ করা যাবে না।

ভোটের আগে বিজেপির হয়ে বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক্কেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন, “আমি কর্মীদের বলেছি মার খেয়ে আসবেন না। মার দিতে এলে পাল্টা মার দিয়ে আসবেন।” শুধু তাই নয়, ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের স্ট্যান্ডেরও পাশে দাঁড়ালেন। SIR নিয়ে বলতে গিয়ে মিঠুন বলেন, কমিশন যেটা বলছেন সেটাই হবে। যত চুরি-চামারি হত বন্ধ হয়ে যাবে। ভুয়ো ভোট বন্ধ হয়ে যাবে।