Calcutta High Court: পুলিশ ‘না’ করেছিল, হলদিয়াতে শুভেন্দুর মিছিলে অনুমতি আদালতের

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 21, 2025 | 6:53 PM

Calcutta High Court: প্রসঙ্গত, গত ১০ মার্চ বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাপসী তৃণমূলে যোগ দিতেই শিল্পনগরীতে একের পর এক সভা-কর্মসূচির ডাক দিয়েছেন শুভেন্দু। ২২ মার্চ হলদিয়াতে মিছিল ও পথসভা কর্মসূচি নিয়েছেন বিরোধী দলনেতা।

Calcutta High Court:  পুলিশ না করেছিল, হলদিয়াতে শুভেন্দুর মিছিলে অনুমতি আদালতের
মিছিলের অনুমতি দিল হাইকোর্ট
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা:  হলদিয়া নিউ মার্কেট এলাকায় বিজেপি মিছিলে অনুমতি দিল হাইকোর্ট। শুক্রবার নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। হলদিয়াতে মিছিল ও সভা করতে পারবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু। তবে বেশ কিছু শর্ত আরোপ রয়েছে। মিছিলের শুরু হবে ক্ষুদিরাম স্কোয়ার এবং শেষ হবে দুর্গাচক নিউ মার্কেটে। সেখানে স্ট্রিট কর্নার মিটিং করতে পারবে। বিচারপতি জানিয়ে দিয়েছেন, মিছিল এবং স্ট্রিট কর্নার শেষ করতে হবে দুপুর ১টা থেকে বিকেল সাড়ে চারটের মধ্যে। শব্দ বিধি মেনে মাইক বাজাতে হবে। বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, “আমি জানি রাজনৈতিক দল গুলির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর।”

প্রসঙ্গত, গত ১০ মার্চ বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাপসী তৃণমূলে যোগ দিতেই শিল্পনগরীতে একের পর এক সভা-কর্মসূচির ডাক দিয়েছেন শুভেন্দু। ২২ মার্চ হলদিয়াতে মিছিল ও পথসভা কর্মসূচি নিয়েছেন বিরোধী দলনেতা। কিন্তু পুলিশের তরফ থেকে সেই অনুমতি দেওয়া হচ্ছিল না।

এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতা হাই কোর্ট জানিয়েছে, শুভেন্দুরা শনিবার হলদিয়ায় মিছিল করতে পারবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তাপসীর তৃণমূলে যাওয়া নয়, তাঁকে দেওয়া চ্যালেঞ্জ ও শিল্পনগরীতে বেঁধে দেওয়া তৃণমূলের নম্বর টু-র লক্ষ্যমাত্রাকে চ্যালেঞ্জ করেই ওই এলাকায় একের পর এক কর্মসূচি করছেন শুভেন্দু।