Calcutta High Court: জাতীয় সঙ্গীত অবমাননার দ্বিতীয় মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

Shrabanti Saha | Edited By: Soumya Saha

Dec 22, 2023 | 12:50 PM

National Anthem Issue: আদালত জানিয়ে দিয়েছে, দ্বিতীয় মামলায় এখনই কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বছর শেষের ছুটির মধ্যে ওই বিজেপি বিধায়কদের ওই মামলায় কোনও নোটিস পাঠিয়ে ডাকতে পারবেন না তদন্তকারী অফিসাররা। জানিয়ে দিল হাইকোর্ট। এই একই ইস্যুতে দায়ের করা অন্য মামলাটির পাশাপাশি এই মামলাটিও একইসঙ্গে শুনবেন বিচারপতি জয় সেনগুপ্ত।

Calcutta High Court: জাতীয় সঙ্গীত অবমাননার দ্বিতীয় মামলায় বড় নির্দেশ হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: জাতীয় সঙ্গীত অবমাননার দ্বিতীয় মামলায় অভিযুক্ত বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এখনই কোনওরকম পদক্ষেপ নয়। শুক্রবার এ কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চ। আদালত জানিয়ে দিয়েছে, দ্বিতীয় মামলায় এখনই কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বছর শেষের ছুটির মধ্যে ওই বিজেপি বিধায়কদের ওই মামলায় কোনও নোটিস পাঠিয়ে ডাকতে পারবেন না তদন্তকারী অফিসাররা। জানিয়ে দিল হাইকোর্ট। এই একই ইস্যুতে দায়ের করা অন্য মামলাটির পাশাপাশি এই মামলাটিও একইসঙ্গে শুনবেন বিচারপতি জয় সেনগুপ্ত।

উল্লেখ্য, জাতীয় সঙ্গীত অবমাননা সংক্রান্ত দ্বিতীয় ওই মামলাটিতে এদিন তদন্ত স্থগিত করার দাবি নিয়ে আদালতে আর্জি জানান মামলাকারীদের আইনজীবী। অন্যদিকে রাজ্যের তরফে আইনজীবীর বক্তব্য ছিল, এই একই ইস্যুতে আগের মামলায় একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছে। সেই মামলার শুনানি এখনও না হয়নি। এমন অবস্থায় তাই আপাতাত রাজ্যের তরফে আবেদন জানানো হয়, যাতে আপাতত এই মামলার শুনানি না হয়। তবে বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চ জানিয়ে দিয়েছে, তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ। তবে এই সময়ের মধ্যে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে দ্বিতীয় মামলায় বিজেপি বিধায়কদের নোটিস পাঠিয়ে ডাকতে পারবেন না তদন্তকারী অফিসাররা। বা কোনও পদক্ষেপ করতে পারবেন না তদন্তকারীরা।

ঘটনার সূত্রপাত ২৯ নভেম্বর। সেদিন বিজেপি বিধায়করা বিধানসভায় বিক্ষোভ দেখাচ্ছিলেন। এমনকী জাতীয় সঙ্গীত শুরু হলেও তাঁরা বিক্ষোভ থামাননি বলে অভিযোগ তোলে তৃণমূল। মামলা গড়ায় হাইকোর্টে। সেই সময় অপর মামলাটিতে ১০ বিধায়ককে রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশেরও নির্দেশ দিয়েছিলেন।

Next Article