Calcutta High Court: নির্দেশের পরও কেন ১০ মাসে প্রাথমিকে নিয়োগ হল না? কমিশনার অফ স্কুল এডুকেশনের বিরুদ্ধে বড় পদক্ষেপ হাইকোর্টের

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 10, 2025 | 4:35 PM

Calcutta High Court: এই রুল যখন জারি হয়েছে, তখন আইনজীবীদের একাংশ মনে করছেন, শিক্ষক নিয়োগের বিষয়ে আদৌ আগ্রহী রাজ্য সরকার। কেন এক বছর পার হয়ে গেলেও আদালতের নির্দেশের পরও ৮৭৮ জনের কাউকেই নিয়োগ করা হল না?

Calcutta High Court: নির্দেশের পরও কেন ১০ মাসে প্রাথমিকে নিয়োগ হল না? কমিশনার অফ স্কুল এডুকেশনের বিরুদ্ধে বড় পদক্ষেপ হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় কমিশনার অফ স্কুল এডুকেশনের বিরুদ্ধে রুল জারি করলেন বিচারপতি রাজা শেখর মান্থা। প্রসঙ্গত, গত বছর ২৫ এপ্রিলে ২০০৯ সালের নিয়োগ প্রক্রিয়ায় মোট ৮৭৮ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। কিন্তু সেই নির্দেশ এখনও পালন না করায় এবার স্কুল শিক্ষা দফতরের কমিশনারকে সশরীরে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি। ২২ জানুয়ারি তাঁকে কলকাতা হাইকোর্টে হাজিরা দিতে নির্দেশ।

কিন্তু এই রুল যখন জারি হয়েছে, তখন আইনজীবীদের একাংশ মনে করছেন, শিক্ষক নিয়োগের বিষয়ে আদৌ আগ্রহী রাজ্য সরকার। কেন এক বছর পার হয়ে গেলেও আদালতের নির্দেশের পরও ৮৭৮ জনের কাউকেই নিয়োগ করা হল না? শুক্রবারের শুনানিতে বিচারপতি অত্যন্ত ক্ষুব্ধ হন।

বাম আমলের আটশোরও বেশি প্রার্থীকে প্রাথমিক শিক্ষকের চাকরি দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০২৪ সালের ২৫ এপ্রিল বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন, আগামী ২ মাসের মধ্যে এই নিয়োগ করতে হবে।

প্রসঙ্গত, ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ ২০১০ সালে শুরু হয়। ২০১১ সালে রাজ্যে পালাবদল হয়। ক্ষমতায় আসে তৃণমূল । নতুন সরকার বাম আমলের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় তৃণমূল সরকার। পরবর্তী পরীক্ষা হয় ২০১৫ সালে । কিন্তু ২০০৯ সালের পরীক্ষার্থীরা মামলা করেন আদালতে। হাইকোর্ট ২০২২ সালে সেই নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দেয়।   উত্তর ২৪ পরগনা জেলার পরীক্ষার্থীদের মধ্যে আবেদনকারীদের হিসাব অনুযায়ী মোট ৮৭৮ টি শূন্যপদ ছিল। সেই পদে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা।

Next Article